বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বেড়েই চলেছে। কর্ণাটকেও (Karnataka) প্রতিদিনই সংক্রমণের মামলা বেড়েই চলেছে। আর এরমধ্যে কর্ণাটকে হাবেরী জেলা থেকে সোশ্যাল ডিস্টেন্সিং এর লঙ্ঘনের মামলা সামনে এসেছে। উল্লেখ্য, সেখানে এক স্থানীয় মন্দির সমিতি দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রচুর পরিমাণে মানুষ জোর হয়। এমনকি প্রশাসনের কাছে এই আয়োজনের অনুমতিও নেওয়া হয়েছিল না। ওই অনুষ্ঠানের ভিডিও ভাইরাল (Video Viral) হয় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ ৩২ তলা বাড়ির নেড়া ছাদে খেলে বেড়াচ্ছে ৪ দস্যি, ভাইরাল ভিডিওতে দেখুন কি হল তারপর
প্রতিবছর আয়োজিত হওয়া এই ধার্মিক সভায় প্রচুর মানুষ রাস্তার দুই দিকে দাঁড়িয়ে এই জুলুসে অংশ নেন। এই ধার্মিক জুলুসে রাস্তার দুই দিকে মানুষ দাঁড়িয়ে থাকে আর মাঝখান দিয়ে গরুর গাড়ি ছুটে চলে। এটি ব্রহ্মলিঙ্গেশ্বর মন্দিরের দেবতার শোভাযাত্রা। এই জুলুস প্রতিবছর তিন্দিনের জন্য অনুষ্ঠিত হয়। এই বছরেও ৯ থেকে ১১ জুনের মধ্যে এই অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল।
উত্তর কর্ণাটকের অনেক জেলায় এই অনুষ্ঠানের আয়োজন হয়। পূর্ণিমার দিনে গরমের মরশুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি নতুন ফসল রোপণের সময়। আর এই কারণে গরুর গাড়ির সাথে এই উৎসব পালিত হয়।
হাবেরি জেলার করজগি গ্রামে ধার্মিক আয়োজনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে প্রচুর পরিমাণে মানুষকে জড় হতে দেখা গেছে। আর তাদের মধ্য দিয়ে গরুর গাড়িকে ছোটাতে দেখা যাচ্ছে। এই ধার্মিক আয়োজন দেখার জন্য আশেপাশের বাড়ির ছাদেও প্রচুর পরিমাণে মানুষ একত্রিত হয়। এই আয়োজনে সোশ্যাল ডিস্টেন্সিং এর বিন্দুমাত্র নিয়ম পালন হয়নি।
Here's a challenge: spot one person wearing a mask in this video.
This from Haveri, Karnataka yesterday when locals took out a procession. No permission, no social distancing. It was supposed to be "symbolic". Legal action has been initiated against the organisers, say police. pic.twitter.com/CMgcddAbdo
— Revathi Rajeevan (@RevathiRajeevan) June 12, 2020
জেলার ডেপুটি কমিশনার কৃষ্ণ বাজপেয়ী জানিয়েছেন যে, এই অনুষ্ঠান আয়োজন করার জন্য মন্দির কমিটির ৩০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।