‘আত্মহত‍্যা কোনও সমাধান নয়, লড়াই করে বাঁচতে হবে জীবনে’, ‘ছিছোঁড়ে’তে বলেছিলেন খোদ সুশান্ত সিং রাজপুত

বাংলাহান্ট ডেস্ক: ফের একটি বলি নিল ২০২০। এবার জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। আত্মঘাতী হয়েছেন সুশান্ত। মাত্র ৩৪ বছর বয়সে চলে গেল তরতাজা একটা প্রাণ। আজ সকালে বান্দ্রায় তাঁর বাড়িতে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। অনুমান করা হচ্ছে অবসাদের কারনেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন সুশান্ত। ‘ছিছোঁড়ে’ ছবিতে নিজেই বলেছিলেন আত্মহত‍্যা কোনও সমাধান নয়। সেই তিনিই বেছে নিলেন এই পথ।

আরও পড়ুনঃ BREAKING:ফের শোকের ছায়া বলিউডে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের

১৯৮৬ সালে বিহারের পূর্ণিয়া জেলার মালডিহাতে জন্ম সুশান্তের। প্রথমে পাটনার সেন্ট কারেনস হাই স্কুল ও পরে দিল্লির কুলাচি হংসরাজ মডেল স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। দিল্লি টেকনিক‍্যাল ইউনিভার্সিটিতে পড়েন মেকানিক‍্যাল ইঞ্জিনিয়ারিং। ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন সুশান্ত। AIEEE পরীক্ষায় সারা ভারতের মধ‍্যে সপ্তম স্থানে ছিলেন তিনি। পদার্থবিদ‍্যায় জাতীয় অলিম্পিয়াডও জেতেন অভিনেতা। কিন্তু কলেজের তৃতীয় বর্ষে থাকাকালীনই তিনি পড়াশোনা ছেড়ে দেন অভিনয় জগতে নিজের ভাগ‍্য পরীক্ষার জন‍্য।

images 60 1
কলেজে থাকাকালীনই নাচের প্রতি আগ্রহ জন্মায় সুশান্তের। শ‍্যামক দাভর তাঁর নাচের প্রতিভা দেখে ২০০৬ সালে কমনওয়েলথ গেমস ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে নাচের সুযোগ করে দেন। অভিনয় জগতে নিজের কেরিয়ার বানানোর জন‍্য থিয়েটার ক্লাসে ভর্তি হন সুশান্ত।

আরও পড়ুনঃ অভিনয় ছাড়াও পড়াশোনায় দুর্দান্ত ছিলেন সুশান্ত, এই পরীক্ষায় হাসিল করেছিলেন গোটা ভারতে সপ্তম স্থান

সেখানেই তাঁর ওপর চোখ পড়ে বালাজি টেলিফিল্মসের কাস্টিং টিমের। ‘কিস দেশ মে হ‍্যায় মেরা দিল’ ধারাবাহিকে প্রীত চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় তাঁকে। এরপরেই আসে তাঁর প্রথম ব্রেক। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে মানভ দেশমুখের চরিত্রে অভিনয়ের সুযোগ পান সুশান্ত। এরপরেই ঘুরে যায় তাঁর কেরিয়ারের অভিমুখ।

২০১৩ সালে ‘কাই পো ছে’ ছবির মাধ‍্যমে বলিউডে পা রাখেন সুশান্ত। বক্স অফিসে ব‍্যাপক হিট হয় ছবিটি। এরপর একে একে ‘শুদ্ধ দেশি রোম‍্যান্স’, ‘ডিটেকটিভ ব‍্যোমকেশ বক্সী’, ‘এম এস ধোনি: দ‍্য আনটোল্ড স্টোরি’ ছবিতে অভিনয় করেন তিনি। ধোনির চরিত্রে অসাধারন মানিয়েছিল সুশান্তকে। তাঁর শেষ ছবি ‘ছিছোঁড়ে’। এই ছবিতে তিনি বলেছিলেন, আত্মহত‍্যা কোনও সমাধান নয়। আমাদের এই জীবন লড়াই করে চালিয়ে যেতে হবে। এই কথাটা এখনও আক্ষরিক অর্থেই রূপক হয়ে দাঁড়িয়েছে তাঁর নিজের ক্ষেত্রে।

মহিলা অনুরাগীর সংখ‍্যা অগুন্তি সুশান্তের। তাঁর প্রথম সম্পর্ক ‘পবিত্র রিশতা’র অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে। কিন্তু দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় তাঁদের। শোনা যায় এরপর কৃতি শাননের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। যদিও তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি গুঞ্জন শোনখ যায় রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে রয়েছেন সুশান্ত। একসঙ্গে ছবিও শেয়ার করেছেন তাঁরা।

https://www.instagram.com/p/B7ke6FRnEJl/?igshid=t4ck6qlwcqfu

প্রসঙ্গত, সুশান্তের শেষ কয়েকটি ছবি বক্স অফিসে তেমন সফলতা পায়নি। তাঁর অভিনীত শেষ ওয়েব সিরিজ ড্রাইভ মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। সেই কারনে অবসাদে ভুগছিলেন সুশান্ত। তাঁর চিকিৎসা চলছিল বলে খবর পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন অভিনেতা। এদিন তাঁর বন্ধুরা তাঁর বাড়িতে এলে দরজা খোলেননি সুশান্ত। শেষে বন্ধুরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। মনে করা হচ্ছে, অবসাদের কারনেই এমন চরম পথ বেছে নিয়েছেন সুশান্ত।

Niranjana Nag

সম্পর্কিত খবর