বাংলাহান্ট ডেস্কঃ ফের একবার ধ্বংস তত্ত্ব সামনে উঠে আসছে। বলা হচ্ছে, ইনকা সভ্যতার (inka civilisation) মায়ান ক্যালেন্ডার (mayan calendar) পড়তে ভুল হয়েছিল, ২০১২ সালের ২১ ডিসেম্বর নয়, ২০২০ সালের জুন মাসে ধ্বংস হবে মানব সভ্যতা। জেনে নিন ঠিক কি বলছেন বিশেষজ্ঞরা
২০১২ সালে হঠাৎ করেই গুজব ওঠে ঐ বছর ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে তেমন ক্ষেত্রে তেমন কিছুই হয় নি। এবার উঠে এসেছে নতুন তথ্য। দাবি করা হচ্ছে, আমাদের সাধারণ ক্যালেন্ডার ও মায়া ক্যালেন্ডারের মধ্যে শেষ দিন নির্ণয় করতে ৮ বছরের ভুল ছিল। সেই হিসাব শুধরে নিয়ে যে হিসাব বেরিয়েছে তা আরো মারাত্মক। আগামী সপ্তাহেই ধ্বংসের দিনক্ষণ ধার্য বলে জানাচ্ছেন, এই তত্ত্বে বিশ্বাসীরা।
কি বলছে নতুন হিসাব?
গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসেবে ১১ দিনে মায়া ক্যালেন্ডারের এক দিন করে পরিবর্তন হয়। ১৭৫২ থেকে শুরু এই ক্যালেন্ডারের বয়স ২৬৮ বছর। এর সঙ্গে বাকি দিনগুলোকে রাখলে হিসেব দাঁড়ায় ২৬৮*১১=২৯৪৮ দিন। ২৯৪৮ দিনকে ৩৬৫ দিয়ে ভাগের ভাগফল ৮ বছর। আর এই ৮টি বছরের হিসেবেই গড়মিল। নতুন হিসাবে ২১ জুন ২০২০ তে ধ্বংস হবে বলে অনুমিত হয়েছে।
মধ্য আমেরিকার মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভাদর অঞ্চলে বিস্তৃত ছিল প্রাচীন মায়া সভ্যতা। উন্নত এই সভ্যতা গণিত, জ্যোতির্বিদ্যা, স্থাপত্যবিদ্যা-সহ বিভিন্ন বিষয়ে অনেক জ্ঞানের সাক্ষর রেখেছিল। ইতিমধ্যে তাদের দেওয়া বেশ কয়েকটি ভবিষ্যৎবানী মিলেও গেছে। মিথ বলে, মায়া ক্যালেন্ডারের শেষ দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
তবে এই তত্ত্বের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সবটাই মিথ। আগের বারের মত এবারও ধ্বংস না হলে নতুন করে গণনায় ত্রুটি দাবি করা হতে পারে।