রাহুল গান্ধীর জন্মদিনে গোটা দেশে ‘করোনা ন্যায় কিট” বিতরণ করবে যুব কংগ্রেস

বাংলা হান্ট ডেস্কঃ  কংগ্রেসের যুব সংগঠন (All India Youth Congress) ১৯ জুন রাহুল গান্ধীর (Rahul Gandhi) জন্মদিনের অবসরে দেশ জুড়ে গরীব আর অসহায়দের ‘করোনা ন্যায় কিট” (Corona Nyay Kit) বিতরণ করবে। এর সাথে সাথে গরিবদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে ৭ হাজার ৫০০ টাকা পাঠানো সমেত কয়েকটি দাবি নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে অভিযান চালাবে।

ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিবি জানান, ওনার সংগঠনের কর্মীরা প্রতিটি অভাবী মানুষের কাছে এই কিট পৌঁছে দেওয়ার কাজ করবে। এই কিটে রেশন ছাড়া মাস্ক, স্যানিটাইজার, গ্লভস আর ভিটামিন সি এর ওষুধ বিতরণ করা হবে। শ্রীনিবাস বলেন, ‘করোনার সঙ্কটের সন্মুখিন মানুষদের কাছে আমরা যথাসম্ভব সাহায্য পৌঁছে দিতে চাই। রাহুল গান্ধীর জন্মদিন আমাদের কাছে এক বিশেষ অবসর আর এই অবসরে আমরা গরিবদের কাছে সাহায্য পৌঁছে দেব যেটার নাম করোনা ন্যায় কিট দেওয়া হয়েছে।

যুব কংগ্রেসের রাষ্ট্রীয় সচিব তথা সোশ্যাল মিডিয়ার ভারপ্রাপ্ত বৈভব বালিয়া বলেন, ‘রাহুল গান্ধী দেশের একমাত্র নেতা যিনি ফেব্রুয়ারি মাসে করোনার ভয়াবহতা নিয়ে সরকারকে সাবধান করেছিলেন। লকডাউন আর মানুষদের সাহায্য নিয়েও উনি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, যেটা সরকার এখনো মেনে নিচ্ছে না।”

উনি বলেন, আমরা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সরকারের কাছে দাবি জানাবো যে গরীব পরিবারের মানুষদের অ্যাকাউন্টে আগামী ছয় মাস পর্যন্ত যেন ৭ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়। MNREGA এর কাজ যে ১০০ দিন থেকে বাড়িয়ে ২০০ দিন করা হয় আর কোটি কোটি মানুষের চাকরি বাঁচানোর জন্য ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের যেন পাশে দাঁড়ানো হয়।

Koushik Dutta

সম্পর্কিত খবর