COVIED-19 থেকে নিজেদের রক্ষা করতে বাংলাদেশের পুলিশ অফিসারা করছেন ‘যোগাসন’

বাংলাহান্ট ডেস্কঃ COVIED-19 এর সংক্রমণ দিনে দিনে বাড়ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত বাংলাদেশে (Bangladesh) ৬০০০ পুলিশ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এবং ১৯ জন আক্রান্ত প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। সরকারি সূত্রের খবর, রাজধানী ঢাকায় ১৮৫০ জন পুলিশ। করোনা সংক্রমণের মুখোমুখি হয়েছেন, ১০ জনের মৃত্যু হয়েছে। সুরক্ষা ডিভিশন পুলিশ কর্মীদের জন্য যোগা সেশনের অন্যতম উদ্যোক্তা।

বাংলাদেশে মোট করোনা সংক্রমণের প্রায় ১০ শতাংশ পুলিশ যারা কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। বর্তমানে করোনা ভাইরাসকে দূরে রাখতে তাঁদের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। তাই বর্তমানে তাঁরা যোগাসন করছেন।

Coronavirus slider

ঢাকা পুলিশের কূটনৈতিক সুরক্ষা ডিভিশনের মুখপাত্র রাজন কুমার সাহা (Rajan Kumar Saha) জানিয়েছেন, “পুলিশ ভীষণ রাস্তায় আইন শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে”। করোনা সংকটে মনোবল বৃদ্ধি করতে যা যা সম্ভব করার নির্দেশ দেওয়া হয়েছে। যোগাসন সেই মিশনের একটি অংশ। এই যোগাসন সেশনে ১২০০ জন পুলিশ অংশগ্রহণ করবেন। পুলিশকর্মীরা তাঁদের দায়িত্ব থেকে কখনি মুখ ফেরাতে পারেন না, সমাজের সুরক্ষার কাজে তাঁরা দায়বদ্ধ তাই তাঁদের সুস্থ থাকা জরুরি বলেই মনে করেন ডেপুটি চিফ মুহিত কবির।

পুলিশদের জন্য যোগাসন এবং শারীরিক কসরতের এক্সআরসাইজ অন্যান্য দফতরে চালু করার বিষয় নিয়ে ভাবনা চলছে। য়ার্ল্ডোমিটার পরিসংখ্যান জানাচ্ছে, বাংলাদেশে করোনার সংক্রমণ চড়ে চড় করে বাড়ছে। সর্বশেষ রিপোর্ট, ৮৪ হাজারের বেশি আক্রান্ত। ১,১৩৯ জন মৃত।

coronatestkit

একদিনে বাংলাদেশে করোনা আক্রান্ত ২৮৫৬ জন। ২৮৫৬ রোগী শনাক্ত হওয়ায় নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় এবার চিনকেও ছাড়িয়ে গেলে বাংলাদেশ। বাংলাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন। অন্যদিকে এই ভাইরাস প্রাদুর্ভাবের উৎসস্থল চিনে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ২২৮ জন।

বুলেটিনে জানানো হয়, সারা দেশে ৫৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ। করোনাভাইরাসে বিশ্বে আক্রান্ত সাড়ে ৭৬ লক্ষের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ২০ লাখ ৪৮ হাজার জন।

শনাক্ত রোগীর সংখ্যার বিচারে বাংলাদেশ এখন বিশ্বে অষ্টাদশ স্থানে। বাংলাদেশের উপরে রয়েছে কানাডা, যেখানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানে শনাক্ত রোগীর সংখ্যা বাংলাদেশের বেশি। বিশ্বের তালিকায় চতুর্থ স্থানে থাকা ভারতে ৩ লাখের বেশি আক্রান্তের মধ্যে মারা গিয়েছে প্রায় ৯ হাজার জন।

সম্পর্কিত খবর