বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) চীন সংঘর্ষের মধ্যে কংগ্রেসের (Indian National Congress) প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) করলেন বিস্ফোরক মন্তব্য। ”প্রধানমন্ত্রী কেন চুপ করে রয়েছেন? এখন কেন তিনি লুকোচ্ছেন? আমরা জানতে চাই সীমান্ত এলাকায় ঠিক কি হয়েছে। চীন সেনা কিভাবে আমাদের জমি দখল করে ভারতীয় সেনাদের হত্যা করে?”- রাহুলের একাধিক প্রশ্নবাণে জর্জরিত হয়ে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
স্যোশাল মিডিয়ায় রাহুল গান্ধীর এই বিতর্কিত মন্তব্যের জেরে বর্তমানে তিনি পাকিস্তানবাসীর কাছে নায়কে পরিণত হয়েছেন। যদিও এটি প্রথমবার নয়। এর আগেও তিনি ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত উক্তি করে পাকবাসির কাছে আইকন হয়েছেন।
ভারত-চীন সংঘর্ষ
ভারত চীন সীমান্তে চরম উত্তেজনার মুহূর্তে চীনা সেনার হামলায় শহীদ হন ভারতের ২০ জন বীর সেনা। ভারতীয় সেনার এই আত্মবলিদান মেনে নিতে পারেনি ভারতবাসী। তারপর থেকেই ‘চীনা হাঁটাও দেশ বাঁচাও’-এ সামিল হয় ভারতীয় নাগরিক। এরই মধ্যে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর কিছু ট্যুইটের ভিত্তিতে সরগরম হয় নেটদুনিয়া। রাহুলের করা ট্যুইটের পাল্টা জবাব দিতে থাকে নেট জনতা।
Why is the PM silent?
Why is he hiding?Enough is enough. We need to know what has happened.
How dare China kill our soldiers?
How dare they take our land?— Rahul Gandhi (@RahulGandhi) June 17, 2020
রাহুলের বিতর্কিত ট্যুইট
রাহুল গান্ধী নিজের টুইটে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী এখন চুপ কেন? কেন তিনি লুকিয়ে রয়েছেন? এখন আমরা জানতে চাইছি আসলে ঠিক কী ঘটেছিল ওখানে? সীমান্ত পেরিয়ে চীনা সেনা কীভাবে আমাদের সৈন্যদের হত্যা করার সাহস পায়? এমনকি ভারতের জমি দখল করার সাহস পায় কোথা থেকে?’
एक बार फिर पाकिस्तानी हेडलाइन के हीरो बने राहुल गांधी !! बधाई चमचों !! pic.twitter.com/YaTpUlnd2Z
— Manisha Jain (@iBackModi) June 17, 2020
ধিক্কার জানায় দেশবাসী
জানিয়ে রাখি, কাশ্মীর সফর থেকে ফিরে এসে রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারকে যেভাবে আক্রমণ করেছিলেন, তাতে করে তখন থেকেই তিনি পাকবাসির কাছে ‘হিরো’ হয়ে গেছিলেন। আর এবারও ঠিক তাই করলেন। রাহুলের এই মন্তব্যের জেরে স্যোশাল মিডিয়ায় তাঁকে ধিক্কার জানানো হয়। পাশাপাশি এমনকি দেশবাসী আরও বলে, এবার রাজনীতি থেকে সরে যাওয়া উচিত রাহুলের।