অনুমতি দিলে ক্ষমা করবেন না প্রভু জগন্নাথ! এই বলেই রথযাত্রায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্ট (Supreme Court) করোনা ভাইরাসের আক্রনে ভগবান জগন্নাথের (jagannath) পুরী রথ যাত্রা স্থগিত করার নির্দেশ দিয়েছে। চীফ জাস্টিস অফ ইন্দিয়া বোবড়ে-এর নেতৃত্বে থাকা সাংবিধানিক বেঞ্চ রথযাত্রার (Puri Rath Yatra) সাথে যুক্ত সমস্ত গতিবিধি স্থগিত করে দিয়েছে।

আদালত জানিয়েছে যে, ‘যদি আমরা এই বছর রথযাত্রার অনুমতি দিই, তাহলে ভগবান জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না।” বেঞ্চ আদেশে বলেছে, ‘সবার স্বাস্থ্য আর নাগরিকদের সুরক্ষার খাতিরে এই বছর রথযাত্রায় অনুমতি দেওয়া হবেনা।” বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতার সেই আবেদনও খারিজ করে দেয়, যেখানে উনি বলেছিলেন মন্দিরের নিয়ম পালন করার জন্য কিছু প্রথা পালনে ছাড় দেওয়া হোক।

সিজিআই বলেন, ‘আমরা যদি সামান্য কিছু ছাড় দিই, তাহলে প্রচুর পরিমাণে মানুষ একত্রিত হয়ে যাবে। আর সেই কারণে এ বছর কিছুতেই ছাড় দেওয়া যাবে না। কিছুই হতে দেওয়া যাবে না।”

সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালবে আর মুকুল রেহতগি আদালতের সিদ্ধান্তের পক্ষে সায় দেন। উল্লেখ্য, আদালত উরশ্যা বিকাশ পরিষদ এনজিও দ্বারা দায়ের করা জনস্বার্থের আবেদনের শুনানি করছি। ওই আবেদনের মাধ্যমে আদালতকে বলা হয়েছিল যে, উড়িষ্যা সরকার দ্বারা রথযাত্রা, অক্ষয় তৃতীয়া আর স্নান পূর্ণিমার মতো অনুষ্ঠান গুলোকে পালন করার অনুমতি দিয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর