অস্ট্রেলিয়ায় পিঙ্ক বল টেস্ট খুব চ্যালেঞ্জের: রোহিত শর্মা।

যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই বছরের শেষের দিকে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর রয়েছে। সেই সফরে চার টেস্টের সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেই চার টেস্টের মধ্যে একটি দিনরাত্রি টেস্টও রয়েছে। এই প্রথম ভারত বিদেশের মাটিতে দিনরাত্রি টেস্ট ম্যাচ খেলতে চলেছে। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অ্যাডিলেডে দিনরাত্রি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই দিনরাত্রি টেস্ট ম্যাচ অত্যন্ত চ্যালেঞ্জের হতে পারে বলেই মত প্রকাশ করলেন ভারত ওপেনার রোহিত শর্মা।

এইদিন রোহিত শর্মা যখন ফ্যানদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তখন তার কাছে জানতে চাওয়া হয় কেমন প্রস্তুতি চলছে অস্ট্রেলিয়ায় পিঙ্ক বল টেস্টের জন্য? সেই প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন, “অবশ্যই ভীষণ চ্যালেঞ্জিং হবে।”

241759203c25bb759a678ebdc70415473ba975224f9aeea863f19e75bb1d5af0a104fd283

এখনো পর্যন্ত ভারতীয় দল মাত্র একটি দিন রাত্রি টেস্ট ম্যাচ খেলেছে। সেটা গত বছর কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে। এবার বিদেশের মাটিতে ভারতীয় ক্রিকেট দল প্রথম টেস্ট ম্যাচ খেলতে চলেছে সেটা অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে।

Udayan Biswas

সম্পর্কিত খবর