বাংলাহান্ট ডেস্কঃ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর আজ জন্মদিন, পা রাখলেন পঞ্চাশে। কিন্তু করোনা ও আমফানের জন্য কোনও রকম আনন্দ অনুষ্ঠানের পালন করবেন না তিনি। তিনি বলেন দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমারদের অনেকে ভারতীয় সৈন্য দেশের জন্য শহিদ হয়েছেন।
জানা গিয়েছে, কংগ্রেসের পক্ষে জানানো হয়েছে , ‘গালওয়ান সীমান্তে চীনের বর্বরতায় আমাদের ২০ জন বীর সৈনিক শহীদ হওয়ায়, রাহুল গান্ধী নিজেও তাঁর জন্মদিনের সমস্ত অনুষ্ঠান বাতিল করেছেন। আমরা সারা বাংলায় এই দিনটি দুর্গত মানুষের পাশে থাকার প্রতিজ্ঞা নিয়েছেন। প্রতিটি জেলা এবং ব্লকে একইভাবে এই দিনটি পালন করা হবে। বিধানভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী সোমেন মিত্রের উপস্থিতিতে, আগামী কাল ১২ টার সময় দুর্গতের মধ্যে খাদ্য দ্রব্য বিতরণ করা হবে।’
১৯৭০ সালের ১৯ জুন তিনি জন্মগ্রহণ করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী এবং বর্তমান কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর পুত্র তিনি।
প্রসঙ্গত, দলীয় কর্মীদের অনুরোধ করা হয়েছে কোথাও জেন কেক কাটা, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেওয়া এবং জন্মদিনের শুভেচ্ছা বার্তা লেখা ব্যানার যেন না দেওয়া হয়। দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে করোনার গ্রাসে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। অন্যদিকে চিনা আগ্রাসনে ভারতীয় সেনারা প্রাণ দিচ্ছেন। এই পরিস্থিতিতে জন্মদিনের উৎসব মানায় না। তাই আগামীকাল ত্রাণ বিলিতেই কাজ করবেন কংগ্রেস নেতা এমনই বিবৃতি দিয়ে জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, দলীয় কর্মীদেরও জন্মদিন পালনে মানা করা হয়েছে। তবে রাহুল গান্ধীর জন্মদিনে তাঁদের বেশকিছু কর্মসূচি দেওয়া হয়েছে। প্রথমত তাঁদের জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে ২ মিনিট নীরবতা পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। সেইসঙ্গে দেশে যাঁরা দরিদ্র মানুষ, তাঁদের মধ্যে করোনা থেকে রক্ষা পাওয়ার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করতে দলের তরফা জানানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস নেতা কর্মীরা এই কিট প্রদান করবেন। রাহুল গান্ধীর তরফেই এই সাহায্য পৌঁছে দেওয়া হবে। এছাড়া মহারাষ্ট্রের যুব কংগ্রেস নেতা কর্মীরা ‘সার্ভিস উইক’ পালন করা শুরু করলেন এদিন থেকে। শুক্রবার থেকে কর্মসূচি শুরু হল। চলবে ১ সপ্তাহ ধরে।