অস্কারজয়ী এ আর রহমানকে ‘সাধারন’ সুরকার বলে অপমান! সলমনকে যোগ‍্য জবাব দিয়েছিলেন রহমান

বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইটে কিভাবে থাকতে হয় তা খুব ভাল ভাবেই জানেন সলমন খান (salman khan)। বলিউড (bollywood) কেরিয়ার তাঁর কম দিন হল না। প্রথম থেকেই সংবাদ শিরোনামে প্রায়ই উঠে আসেন তিনি। নিজের ছবি নিয়েই হোক বা কোনও মন্তব‍্য, বহুবারই বিতর্কে জড়িয়েছেন সলমন। এমনকি প্রখ‍্যাত অস্কারজয়ী সুরকার এ আর রহমানের (a r rahman) সঙ্গেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। ভরা মঞ্চে সুরকারকে অপমান করেছিলেন সলমন। উত্তরে এ আর রহমান যা বলেছিলেন তা চিরদিন মনে রাখবেন অভিনেতা।
সালটা ২০১৪। একটি অনুষ্ঠানে একই সঙ্গে স্টেজ শেয়ার করেছিলেন সলমন খান ও এ আর রহমান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কবীর খান ও কংগ্রেস নেতা কপিল সিব্বাল। ভরা মঞ্চে সবার সামনেই এ আর রহমানকে ‘সাধারন’ সুরকার বলে সম্বোধন করেন সলমন। তবে তা পুরোটাই মজার ছলে।

images 2020 06 22T153705.405
কিন্তু এ আর রহমানের বিষয়টা ভাল লাগেনি। এমনকি মঞ্চে অভিনেতার সঙ্গে হাত মেলাতেও রাজি হননি তিনি। সলমন এ আর রহমানের হাত ধরতে গেলে তিনি হাত ছাড়িয়ে নেন। পুরোটাই ক‍্যামেরাবন্দি হয়।

images 2020 06 22T153604.003
পরে সলমন যখন রহমানকে জিজ্ঞাসা করেন তাঁর সঙ্গে তিনি কবে কাজ করবেন তখনও কোনও উত্তর দেননি রহমান। কিন্তু পরে সাংবাদিক সম্মেলনে এই একই প্রশ্ন উঠতে সুরকার বলেন, “যেদিন সলমনের ছবি আমার পছন্দ হবে”।

images 2020 06 22T153853.553
আসলে ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবিতে এ আর রহমানের সুর দেওয়া ‘জয় হো’ গানটি অস্কার পাওয়ার পর সেটা ট্রেড মার্ক করে নেন রহমান। কিন্তু ২০১৪র জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত নিজের ছবির নামও সলমন রাখেন ‘জয় হো’।

 

জানা যায়, এই বিষয়ে রহমানের টিম সলমনের ভাই তথা ছবির প্রযোজক সোহেল খানকে আইনি নোটিশও পাঠায়। সম্ভবত সেই ক্ষোভ থেকেই অনুষ্ঠানে রহমানকে কটাক্ষ করেন অভিনেতা। তবে তাঁর সুযোগ‍্য উত্তরও দেন এ আর রহমান।

Niranjana Nag

সম্পর্কিত খবর