পবিত্র রথযাত্রাকে ঘিরে বিতর্কিত মন্তব্য করলেন জাফর সরেশওয়ালা, নিন্দায় সরব নেটজনতা

বাংলাহান্ট ডেস্কঃ রথযাত্রা (Ratha Yatra), হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র এবং প্রাণের একটি উৎসব। সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে কবে জগন্নাথ দেব মাসির বড়ি যাবেন। কিন্তু এবছর এই রথযাত্রাকে কেন্দ্র করে সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করলেন জাফর সরেশওয়ালা (Zafar Sareshwala)।

রথের রশিতে টান দিতে পেরে বহু মানুষ নিজেদেরকে ধন্য বলে মনে করে। প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দিরে মানুষের ঢল নামে। জগন্নাথ দেবের স্নান যাত্রা থেকে শুরু করে মাসির বাড়ি যাওয়া, লক্ষ লক্ষ পূণ্যার্থী হাজির হয় সেই অনুষ্ঠানে।

new 22222111

রথযাত্রায় করোনা প্রভাব
এই বছর মহামারি করোনা ভাইরাসের কারণে সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রথমে রথযাত্রায় নিষেধাজ্ঞা জারী করা হলেও, পরবর্তীতে শুধুমাত্র মন্দির কর্তৃপক্ষ ছাড়া আর কাউকেই এই অনুষ্ঠানে যোগ দিতে বারণ করা হয়েছিল। এমনকি মন্দিরের যেসকল পুরোহিতরা জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা রথে নিয়ে মাসির বাড়ি যাবার জন্য রওনা দেবেন, তাঁদেরও করা হয় করোনা পরীক্ষা। সমস্ত বিধি নিষেধ মেনে, প্রশাসনের উপস্থিতিতেই এবারের রথযাত্রা সম্পন্ন হয়েছে। আগামী ১ জুলাই হবে উল্টোরথ।

zafar sareshwala

বিতর্কিত মন্তব্য করলেন জাফর সরেশওয়ালা
এবছরে জাঁকজমকহীন রথযাত্রা হলেও এই অনুষ্ঠানকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করলেন জাফর সরেশওয়ালা। আহমেদাবাদের বড় ব্যবসায়ী জাফর সরেশওয়ালা পবিত্র রথযাত্রাকে তাবলিগি জামাতের সঙ্গে তুলনা করলেন। তিনি বললেন, তাবলিগি জামাতে লোকেরা মাথায় টুপি পড়া থাকে, কিন্তু এখানের লোকেরা টুপি পড়া নেই। এবং সেই সঙ্গে তিনি একটি ভিডিও-ও শেয়ার করলেন নিজের স্যোশাল মিডিয়া সাইটে।

https://twitter.com/zafarsareshwala/status/1275429355775287296

নিন্দার ঝড় স্যোশাল মিডিয়ায়
এই ঘটনাকে কেন্দ্র করেই নিন্দার ঝড় উঠেতে থাকে নেটদুনিয়ায়। হিন্দুদের এই পবিত্র উৎসবে এবছর যোগদান করার জন্য শুধুমাত্র মন্দির কর্তৃপক্ষের পুরোহিতদেরই সম্মতি দেওয়া হয়েছিল। তবে রথযাত্রার পূর্বে তাঁদের করোনা পরীক্ষাও করা হয়েছিল। একজন ব্যক্তি করোনা পজেটিভ হওয়ায় তাঁকে এই অনুষ্ঠানে যোগদান থেকে বিরত রাখা হয়েছিল।

Smita Hari

সম্পর্কিত খবর