ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতাকে আবারও দেখা গেল দলীয় কর্মসূচিতে, সমালোচনার ঝড় তুঙ্গে

বাংলাহান্ট ডেস্কঃ মাস দেড়েক আগে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী ছিল কোচবিহারবাসী। স্কুল শিক্ষিকাকে ধর্ষণে করেছিল কোচবিহার (Cooch Behar) জেলাপরিষদের সদস্য তথা তৃণমূল নেতা নুর আলম হোসেন (Nur Alam Hossain)। তাকে অনির্দিষ্টকালের জন্য শাসপেন্ড করেছিল শাসকদল। কিন্তু এর মধ্যেই ফের সেই তৃণমূল নেতা যোগ দিলেন দলীয় কর্মসূচিতে। এই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে তুঙ্গে। বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, ওই সব সাসপেন্ড করা আসলে লোক দেখানো। আসলে তৃণমূল মানেই খুনি, ধর্ষক, তোলাবাজদের ছাতা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এমনিতেই গত লোকসভা ভোটে কোচবিহার আসনে হারতে হয়েছে তৃণমূলকে। একদা তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী হয়ে শাসকদলের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছেন বলে মত অনেকের। তাই একুশের ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে তৃণমূল। সম্প্রতি দলের মহিলা শাখার উদ্যোগে দিনহাটায় একটি কর্মসূচি ছিল একুশের ভোট প্রস্তুতিকে সামনে রেখে। সেখানেই দেখা যায় ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা বসে রয়েছেন।

ttmc

এ ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন যে, এটা তো কোনও চৌরাস্তার মোড়ে পথসভা নয় যে, যে কেউ গিয়ে চেয়ারে বসে পড়লেন। না আমন্ত্রণ জানালে এই ধরনের সভায় আসার কথা নয়। অনেকে এও বলছেন, একজন ধর্ষণে অভিযুক্তকে ডেকে নিয়ে এসে চেয়ার পেতে দিচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেস। এর থেকে.লজ্জাজনক আর কী হতে পারে।

জানা গিয়েছে, ওই কর্মসূচিতে সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মাও উপস্থিত ছিলেন। তিনি অবশ্য এ নিয়ে কিছু বলতে চাননি। তিনি বলেন, “আমি নিজেই এই কর্মসূচিতে আমন্ত্রিত হয়ে দর্শকাসনে বসে ছিলাম।” কিন্তু মহিলা তৃণমূলের অনুষ্ঠানে নুরের উপস্থিতির ছবি প্রকাশ্যে আসতেই ফের অস্বস্তিতে কোচবিহারের তৃণমূল।

tmc 1 3

তৃণমূলের শিক্ষক সেলের সদস্যা এক শিক্ষিকা অভিযোগ করেন নুর আলম তাঁকে ধর্ষণ করেছে। তিনি এও বলেন, জেলাপরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নুর তাঁকে হুমকি দিয়েছে যে, মুখ খুললে খুন করে দেওয়া হবে। এ নিয়ে গত মাসে যখন তোলপাড় কোচবিহারের রাজনীতিক মহল তখন কিছুটা চাপে পড়েই নুরকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করেন জেলা তৃণমূলের কার্যকরি সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়।

কিন্তু ফের রাজনৈতিক মঞ্চে অভিযুক্ত নেতার উপস্থিতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে বিজেপি। মালতি রাভা বলেন, “একটা অপদার্থ দল আর ততটাই অপদার্থ প্রশাসন। একদিকে পুলিশ ধর্ষকের টিকি ছুঁতে পারছে না আর অন্যদিকে শাসকদলের মহিলারা তাকে চেয়ার পেতে দিচ্ছে। একুশের ভোটে তৃণমূল দলটাই উঠে যাবে।” বলে আশা করছেন তিনি।

সম্পর্কিত খবর