বাংলাহান্ট ডেস্কঃ কিছুদিন আগে দেশজুড়ে টিকটক (tik tok) বর্জন করার দাবি উঠলেও তাতে এই চীনা অ্যাপের জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। প্রতিদিনই একের পর এক ভিডিও ভাইরাল (viral) হয়ে চলেছে এই অ্যাপে। এবার টিকটকে ৮ মাসের সন্তানকে জলে ছুড়ে ফেলে দিল মা। মুহুর্তে ভাইরাল হল ভিডিও।
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। টিকটকে আট মাস বয়সী ছেলের একটি ভিডিও শেয়ার করার পরে একটি 27 বছর বয়সী মাকে পুলে ফেলে দিতে দেখা যায়।
তবে শুনতে যতটা নির্দয় লাগছে ঘটনাটা ঠিক তেমন নয়। আসলে শিশুটিকে যে কোনো পরিবেশে বেঁচে থাকার লড়াই শেখানো হচ্ছিল। ভিডিওর ক্যাপশনে শিশুটির মা লেখেন, ” “অলিভার আমাকে প্রতি সপ্তাহে বিস্মিত করে! আমি বিশ্বাস করতে পারি না যে সে 2 মাসের মধ্যেই এত তাড়াতাড়ি শিখছে। সে একটি ছোট মাছ”।
ভিডিওটি শেয়ার হতেই মুহুর্তে চরম ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ৫৩ মিলিয়ন লোক দেখে ফেলেছে ভিডিওটি। টুইটারে পোস্ট হয়েছে ২১ মিলিয়নেরও বেশী বার। নেটিজেনরা শিশুর প্রতি আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন নেটপাড়ায়। একজন ব্যবহারকারী বলেছিলেন, “আমার বাচ্চাকে যদি এমনভাবে ফেলে দাও এবং আমি তোমাকে ডুবিয়ে দেব” ” আরেকজন লিখেছেন, “ঘৃণ্য।”
দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিও