নেই নায়ক, সুশান্ত সিং রাজপুতের নতুন ছবি দিল বেচারা হতে চলেছে রিলিজ …

বা‌ংলাহান্ট ডেস্ক: ১৪ জুন তারিখটা যেন বলিউড তথা গোটা দেশের কাছে একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। দুপুর বেলা খবর পাওয়া যায় আত্মহত‍্যা করেছেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। অনেকেরই প্রথমে বিশ্বাস হয়নি খবরটা। তারপরেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। সুশান্তের মৃত‍্যুর পর বলিউডের বহু কালো দিকের ওপর থেকেই পর্দা সরে যায়।
এখনও অনেকেরই মন ভারাক্রান্ত হয়ে রয়েছে। তবে এরই মাঝে মুখে সাময়িক হাসি ফোটানোর মতো সুখবর পাওয়া গিয়েছে। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ (dil bechara) মুক্তি পেতে চলেছে। তবে থিয়েটারে নয়, অনলাইন প্ল‍্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।

images 2020 06 25T174845.526

জানা গিয়েছে ডিজনি প্লাস হটস্টারে আগামী ২৪ জুলাই মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। তাঁর বিপরীতে এই ছবিতে রয়েছেন সঞ্জনা সাংঘি। এছাড়া সইফ আলি খানকেও দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।

ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। দুজন ক‍্যানসার আক্রান্ত মানুষকে নিয়ে এই ছবির গল্প। জন গ্রিনের ‘দ‍্য ফল্ট ইন আওয়ার স্টারস’ উপন‍্যাসের ওপর ভিত্তি করেই তৈরি এই ছবি। উপন‍্যাসের নামেই একটি হলিউড ছবিও হয়েছে।

https://www.instagram.com/p/CB2qao-gx-w/?igshid=198z6083wzbcs

পরিচালক মুকেশ ছাবরা ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘সুশান্ত শুধু আমার প্রথম ছবির নায়কই নয়, আমার সব সুখ দুঃখে পাশে ছিল। কাই পো ছের সময় থেকে আমরা একসঙ্গে। ও আমাকে বলেছিল আমার প্রথম ছবিতে অভিনয় করবে। কত পরিকল্পনা ছিল। ভাবতে পারিনি ওকে ছাড়া ছবি মুক্তি পাবে।’

Niranjana Nag

সম্পর্কিত খবর