হংকং-এর পর এবার কানাডাতেও উঠল চীন বিরোধী শ্লোগান, প্রবাসী ভারতীয়রা ডাক দিল বয়কট চায়নার

বাংলাহান্ট ডেস্কঃ হংকং-এর পর এবার চীনের (China) বিরুদ্ধে সোচ্চার হল কানাডাবাসি (Canada)। রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রতিবাদী শ্লোগান দিতে থাকল কানাডায় অবস্থিত চীনা দূতাবাসের সামনে। ‘Stop killing people in India’ প্লাকার্ড লিখে পথে নামল কানাডায় অবস্থিত ভারতীয় নাগরিকরা (Indian)। মুখে বলল বয়কট চায়না।

করোনা ভাইরাসকে নিয়ে সমগ্র বিশ্ব চীনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে। চীনের উপর থেকে করোনা ভাইরাসের দোষারোপ সরাতে, ভারত চীন সীমান্ত এলাকায় সংঘর্ষ চালায় চীনা সেনা। এই ঘটনার প্রতিবাদে বর্তমানে চীনের নিন্দা করছে গোটা বিশ্ব।

china 222 8

কানাডায় হল চীন বিরোধী প্রতিবাদ
চীনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল কানাডায় অবস্থিত ভারতবাসীরা। চীনের দূতাবাসের সামনে প্লাকার্ড নিয়ে প্রতিবাদে সোচ্চার হল ভারতীয়রা। ভারতের পতাকা হাতে নিয়ে শ্লোগান দিল চীন দূর হাটো। পাশপাশি গালওয়ান উপত্যকাকে মুক্ত করারও নির্দেশ দিল। প্রতিবাদী কণ্ঠে তারা বলে উঠল, প্রতিবেশী দেশদের ভয় দেখিয়ে চুপ করে রেখেছে চীন সরকার। এমনকি দাদাগিরি দেখিয়ে অন্যদেশের সীমায় ঢুকে পড়েছে।

প্রভাব পড়বে অন্য দেশেও
আজকের দিনে কানাডায় যেভাবে চীন বিরোধী মনোভাব দেখা দিচ্ছে, তাতে করে বিশ্বের অন্যান্য দেশেও এর প্রভাব পড়তে পারে। ভারত চীনের সংঘর্ষের মধ্যে এখন চীনের বেআইনি প্রবেশ নিয়ে সংশয়ে রয়েছে গোটা দেশ। করোনা ভাইরাসের প্রতিরোধে নিম্নমানের চিকিৎসা দ্রব্য রপ্তানি করে মোটা অঙ্কের মুনফা কামিয়েছে চীন। যার জেরে আগে থেকেই বিশ্বের বিভিন্ন দেশ চীনের বিরুদ্ধে চলে গেছে।

china 31

কোণঠাসা হচ্ছে চীন
জাপান, তাইওয়ান এবং অস্ট্রেলিয়ার মতো দেশও চলে গেছে চীনের বিপক্ষে। বর্তমানে জাপানও চলে গেছে চীনের বিপক্ষে। ভারত চীন সমান্ত অঞ্চলে সংঘর্ষ চালিয়ে করোনার দোষারোপ নিজেদের থেকে সরাতে গিয়ে উল্টো সমস্যায় পড়ল চীন সরকার। বর্তমান সময়ে করোনা ভাইরাস এবং ভারতের সঙ্গে শত্রুতা এই দুইয়ের কারণেই কোণঠাসা হচ্ছে চীন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর