বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ কাশ্মীরের বিজবেহরা এলাকায় শুক্রবার দুপুরে CRPF এর টিমে জঙ্গিরা হামলা চালায়। এই হামলায় CRPF এর এক জওয়ান শহীদ হয়েছেন, আর এক নিরীহ শিশুরও মৃত্যু হয়েছে। হামলার পর জঙ্গিরা লাগাতার CRPF এর টিমের উপর ফায়ারিং করছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দক্ষিণ কাশ্মীরের বিজবেহরা এলাকায় শুক্রবার সকালে CRPF এর টিম পেট্রোলিং করছিল। সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা CRPF এর টিমের উপর হামলা করে দেয়। ওই হামলায় এক জওয়ান শহীদ হন আর ঘটনাস্থলে থাকা এক নিরীহ শিশুরও মৃত্যু হয়। জঙ্গিদের গুলিতে ওই নিরীহ শিশুর মৃত্যু হয়েছে। খবর পাওয়া যাচ্ছে যে, জঙ্গিরা লাগাতার সেনার উপর ফায়ারিং করে চলেছে।
The CRPF jawan who was injured in the attack has succumbed to his injuries. A child has also been killed by terrorists in the attack: Central Reserve Police Force (CRPF) https://t.co/Lti01r7ZZu
— ANI (@ANI) June 26, 2020
জঙ্গি এনকাউন্টারের কারণে সেনা গোটা এলাকা সিল করে দেয়। জঙ্গিদের বিরুদ্ধে এখনো অভিযান চালাচ্ছে সেনা। উল্লেখ্য, আজ সকালে ভারতীয় সেনা ত্রাল সেক্টরে জঙ্গিদের বড়সড় ষড়যন্ত্র ব্যর্থ করে তিন জঙ্গিকে খতম করেছে।
ওই এনকাউন্টারে হিজবুল মুজাহিদ্দিনের টপ কম্যান্ডার কাসিম জুগনু সমেত তিন সন্ত্রাসীকে নিকেশ করেছে সেনা। প্রাপ্ত খবর অনুযায়ী, এনকাউন্টার শেষ হয়েছে, কিন্তু ভারতীয় সেনা এখনো গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে। আপনাদের জানিয়ে দিই, এই বছর উপত্যকায় সন্ত্রাসীদের কাল হয়ে নেমেছে সেনা। বিগত ১৯ দিনে ৩৫ সন্ত্রাসী নিকেশ হয়েছে সেনার হাতে।