বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন নির্বাচনকে ঘিরে কিছুটা সংশয়েই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। গতবছর আশানরূপ ফল না হওয়ায় প্রশান্ত কিশোরের (Prashant Kishor) দ্বারস্থ হয়েছিল তৃণমূল (All India Trinamool Congress)। কিন্তু এবার কেমন যে গা ছাড়া ভাব। সেই আগের মত সদ্বভাব নেই পিকের সঙ্গে। বাড়ছে দূরত্ব।
তৃণমূল বনাম পিকে
দুর্নীতি, নেতাদের বিরুদ্ধে অভিযোগ সবকিছুকে কেন্দ্র করে পিকের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। যে প্রশান্ত কিশোর ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর তৃণমূলের ভাবমূর্তি ফেরাতে দিদিকে বলো কর্মসূচী গঠন করেছিল, আজ তিনিই কিনা তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সমালোচনা করেছন। আমফান পরবর্তী পরিস্থিতিতে নেতাদের গ্রাস করছে দুর্নীতি এই অভিযোগ করছেন তিনি। বেশ কিছুদিন ধরেই তৃণমূল বিভিন্ন নেতা পিকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। আর তারপর থেকেই পিকে বলতে শুরু করলেন, এই সকল নেতাদের নিয়ে আসন্ন ২০২১ এর নির্বাচনে কিছুতেই ঘুরে দাঁড়াতে পারবে না তৃণমূল।
পিকের বিরুদ্ধে দল
পাশাপাশি প্রশান্ত কিশোর আরও বলেন, যে অনেক ভালো নেতাদের গায়ে দুর্নীতির তকমা লাগিয়ে তাঁদের কোণঠাসা করে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। যার ফলে ভোটের আগেই পিকের এই আচরণে কিছুটা শংসয়েই রয়েছেন মুখ্যমন্ত্রী। অনেকে তো আবার এই তৃণমূলের পরামর্শ দাতার বিরুদ্ধে নালিশ জানাবেন বলেও ঠিক করেছেন। কিন্তু কে এগিয়ে গিয়ে এই কাজটা করবেন, তা নিয়েও বাড়ছে জল্পনা।
তৃণমূলের ভাঙ্গন
২০২১ এর আসন্ন নির্বাচনে কি হতে চলেছে ঘাসফুলের অবস্থান? বিজেপিকে কতোটাই বা কোণঠাসা করতে পারবে? নাকি নিজেরাই গুটিয়ে যাবে? তবে এই পরিস্থিতিতে নিজেদের মধ্যে একতা বজায় রাখার বদলে দলের মধ্যেই ভাঙ্গন তৈরি করেছে নিজেরাই। দল মধ্যস্থ নেতাদের নামেই উঠছে দুর্নীতির অভিযোগ।