নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রস টেলর এখনো পর্যন্ত ভুলতে পারেননি 2019 সালে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে দুই দলের খেলা শেষে অর্থাৎ 100 ওভার শেষে ম্যাচ টাই হয়। তারপর ম্যাচটি গড়ায় সুপার ওভারে, সেখানেও ম্যাচ টাই হয়। শেষে কিনা শুধুমাত্র বাউন্ডারি মারার নিরিখে ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন করা হয়। আর আইসিসির এই অদ্ভুত নিয়মের জন্যই বিশ্বকাপ জেতা হয়নি নিউজিল্যান্ড ক্রিকেট দলের।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থেকে শিক্ষা নিয়ে নিজেদের নিয়ম পরিবর্তন করেছে আইসিসি। এখন আইসিসির নিয়ম অনুযায়ী যদি কোন ম্যাচ নির্ধারিত ওভারের মধ্যে ফায়সালা না হয় তাহলে সুপার ওভার হবে। কিন্তু সুপার ওভারটিও যদি টাই হয় তাহলে একের পর এক সুপার ওভার হয়েই যাবে যতক্ষণ না পর্যন্ত কোন দল জয়ী হচ্ছে।
কিন্তু আইসিসির নতুন নিয়মটিও পছন্দ নয় নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রস টেলরের। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ওয়ানডে ক্রিকেটেও যে সুপার ওভার হয় সেটা আমি জানতাম না। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সেই মুহূর্তে জানতে পারি। তিনি বলেন ওয়ানডে ম্যাচে সুপার ওভারের কোনো প্রয়োজনই নেই। একটা ম্যাচ এতক্ষণ ধরে খেলার পরে যদি ফায়সালা না হয় তাহলে সে ক্ষেত্রে আইসিসির উচিত দুই দলকে বিজয়ী ঘোষণা করা অর্থাৎ যুগ্ম বিজয়ী ঘোষণা করা উচিত আইসিসির।