ভাইরাল ভিডিও: পেছন থেকে ‘কঙ্গনা কঙ্গনা’ ডাক, ভরা মঞ্চে করনকে উপেক্ষা করেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর বলিউড (bollywood) ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ‍্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পরিচালক অভিনব সিং কাশ‍্যপ সোশ‍্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।
পরিচালক করন জোহর (karan johar), সলমন খান সহ বহু তারকার ওপর সুশান্ত অনুরাগী সহ নেটজনতার আক্রোশ গিয়ে পড়েছে। স্বাভাবিক ভাবেই কঙ্গনা রানাওয়াতও সোচ্চার হয়েছেন করনের বিরুদ্ধে। তাঁদের দুজনের আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা জানতে বাকি নেই কারওরই।

Kangana Ranaut at 2019 Cannes cropped
জানা যায়, বলিউডে পা রেখেই করনের থেকে দূরত্ব বজায় রেখে চলেন কঙ্গনা। প্রথম থেকেই একরকম উপেক্ষা করেই গিয়েছেন তিনি পরিচালককে। এমনকি ভরা মঞ্চেও করনকে অপদস্থ করেছিলেন অভিনেত্রী। সেই ভিডিও এখন নতুন করে ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।
সালটা ২০০৭। সেবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ছেয়ে ছিল কঙ্গনা ম‍্যাজিক। পরপর দু দুটি পুরস্কার নিজের ঝুলিতে পোরেন কঙ্গনা। শোয়ের সঞ্চালকের ভূমিকায় ছিলেন করন জোহর। কিন্তু মঞ্চে পুরস্কার নিতে উঠে সবাইকে ধন‍্যবাদ জানালেও করনের নাম উল্লেখই করেননি অভিনেত্রী। বরং তাঁকে সম্পূর্ণ উপেক্ষা করেই দুবারই মঞ্চ ছেড়ে নেমে যান কঙ্গনা। বার বার পেছন থেকে ডেকে নিজেই অপদস্থ হন করন। উপস্থিত দর্শদেরও দেখা যায় হাসাহাসি করতে।

https://www.instagram.com/p/CBxSOg5hHvz/?igshid=ja6hb6vjv19v

এই ভিডিওটি আবারও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটজনতা কুর্নিশ জানিয়েছে কঙ্গনাকে তাঁর সাহস ও মনের জোরের জন‍্য। দুরন্ত গতিতে ভাইরাল হচ্ছে এই পুরনো ভিডিও।
প্রসঙ্গত, সংবাদমাধ‍্যম সূত্রে খবর, MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা চেয়ে নিজের পদত‍্যাগপত্র জমা দিয়েছেন করন জোহর। বোর্ডের পরিচালক স্মৃতি কিরনকে ইমেল করে পদত‍্যাগপত্র জমা দিয়েছেন করন। তবে এই বিষয়ে এখনও করনের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি।
সুশান্তের মৃত‍্যুর পরেই নেপোটিজমের ‘ধ্বজাধারী’ বলে ট্রোল শুরু হয় করনকে নিয়ে। অশ্রাব‍্য গালিগালাজ থেকে শুরু করে তাঁর মৃত‍্যুর ইচ্ছাও প্রকাশ করতে দেখা যায় অনেককে। এই সময়ে আলিয়া ভাট, সোনম কাপুর বা অনন‍্যা পাণ্ডে কোনও তারকা সন্তানকেই পাননি করন। সম্ভবত সেই কারনেই কিছুটা মনঃক্ষুন্ন হয়েছেন তিনি। আর সেই জন‍্যই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর