এই মুহূর্তে লাফিয়ে লাফিয়ে দিল্লিতে বাড়ছে করোনা সংক্রমণ। দিল্লী সরকার প্রায় প্রতিদিনই ঘোষণা করছেন প্রয়োজন ছাড়া যাতে কোনো মানুষ বাড়ির বাইরে না বেরোই। সেই কারণে এখন দিল্লীবাসী ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। করোনার মধ্যেই দিল্লির মানুষের জন্য এল আরেক সংকট। দিল্লিতে দেখা দিয়েছে পঙ্গপালের উৎপাত। এর জেরে এখন ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে থাকতে হচ্ছে দিল্লির মানুষকে।
পাকিস্তান থেকে আসা এই পঙ্গপালের দল ইতিমধ্যে রাজস্থানের বিস্তীর্ণ কৃষি জমি খেয়ে পরিষ্কার করে দিয়েছে। এবার এই পঙ্গপাল হানা দিয়েছে সরাসরি রাজধানী দিল্লিতে। ইতিমধ্যেই পঙ্গপালের জন্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের বিস্তীর্ণ কৃষিজমি। এবার পঙ্গপালের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন দিল্লির এনআরসি এলাকার মানুষজন।
এবার পঙ্গপাল সরাসরি হানা দিল প্রাক্তন ভারত ওপেনার বীরেন্দ্র শেহবাগের এলাকায়। দিল্লীর এনআরসি এলাকায় থাকেন তিনি এবার সেই এলাকায় দেখা গেল লক্ষ লক্ষ পঙ্গপাল। জাতীয় দলের হয়ে খেলার সময় সব সময় আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করে গিয়েছেন বীরেন্দ্র শেহবাগ। পরিস্থিতি যেমনই হোক না কেন বিরু সবসময় আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। তার সামনে মাথা নত করেছেন বিশ্বের তাবড় তাবড় বোলাররা। এবার সেই বীরু কাত হয়েছেন পঙ্গপালের হানায়।