বাংলা হান্ট ডেস্কঃ নেপালের পধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে (K P Sharma Oli) আজ বুকে ব্যাথার কারণে কাঠমান্ডুতে শহীদ গঙ্গালাল ন্যাশানাল হার্ট সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ওলি শর্মার প্রেস সচিব সূর্য থাপা জানান, বুকে ব্যাথায় ভুগছিলেন তিনি। আর এপর ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে ওনাকে ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে নেপালের রাজনীতিতে বড়সড় আশঙ্কার দেখা দিয়েছে। ভারত বিরোধী গতিবিধি এবং মন্তব্যের জন্য নেপালের প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের দাবি করছেন নিজের দলের সাংসদরাই। আর এর মধ্যে প্রধানমন্ত্রীর এই শারীরিক অসুস্থতা নেপালের জনগণকে ভাবিয়ে তুলেছে।
বড় খবরঃ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির শারীরিক অবস্থার অবনতি, বুকে ব্যাথা নিয়ে গেলেন হাসপাতালে
সম্পর্কিত খবর