BIG NEWS গায়ের কালো রং নিয়ে পুত্রবধুকে কটুক্তি করলে পেতে হবে চরম শাস্তি, রায় কলকাতা হাইকোর্টের

 

বাংলা হান্ট ডেস্ক : কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ নিয়ে সমালোচনা চলেই যাচ্ছে বেশ কিছুদিন ধরে। সম্প্রতি,এই সমালোচনার মুখে পড়ে ফেয়ার এন্ড লাভলী কোম্পানি ‘ফেয়ার’ কথাটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়েও একজন কৃষ্ণাঙ্গ মানুষকে তার গায়ের রং এর জন্য অনেক কটূক্তি শুনতে হয়। নানান ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অপদস্ত হতে হয় সেই মানুষটিকে।

কিন্তু এবার এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে গোটা বিশ্ব। এবার বর্ণ বৈষম্য নিয়ে অত্যাচার করা হলেই শাস্তি। শরীরে বর্ণ কালো হওয়া নিয়ে বধুর উপর কটুক্তি বা নির্যাতন করলে কড়া শাস্তি পেতে হবে এমনটাই জানালেন কলকাতা হাইকোর্ট।

Calcutta High Court photo 1280x720

সম্প্রতি এক মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট বিচারপতি শহীদুল্লাহ মুন্সী ও শুভাশীষ দাশ গুপ্তের ডিভিশন বেঞ্চ রায় দানের সময় বলেন,’ বিয়ের পর শ্বশুর বাড়ির তরফের গায়ের রং কালো হওয়ার পুত্রবধূকে নির্যাতন কটুক্তি মানসিক অত্যাচার করলে 498 ধারায় করা শাস্তি হবে।’ কলকাতা হাইকোর্টের রায় খুশি নেটিজেন মহল।

Udayan Biswas

সম্পর্কিত খবর