বাংলাহান্ট ডেস্কঃ গেমের নেশা বড় নেশা। বর্তমান দিনে পাবজি (PlayerUnknown’s Battlegrounds), আর আগে ছিল ব্লু হোয়েল, সর্বনাশা এই সকল গেম মানুষের মনের মধ্যে জাকিয়ে বসে আছে। ব্লু হোয়েলের সমাপ্তি ঘটলেও, পাবজি কিন্তু এখনও দাপিয়ে বেড়াচ্ছে। বহুবার এই খেলা বন্ধের দাবী উঠলেও, সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমত জনপ্রিয় এই খেলা।
মারণনেশা পাবজি
প্রতিদিনই প্রায় লক্ষ লক্ষ তরুণ তরুণী এই খেলায় মেতে থাকে। অ্যান্ড্রয়েড ফোন নিয়ে দিনরাত মন্ত্র জপের মতো খেলে চলেছে এই সকল গেম। এইভাবেই পাবজি খেলেতে গিয়ে বাবা মায়ের গচ্ছিত অর্থ সাফ করে দিল পাঞ্জাবের মাত্র ১৬ বছরের এক কিশোর।
খেলতে গিয়ে অ্যাকাউন্ট সাফ
পড়াশুনার জন্য স্মার্টফোন লাগবে বলে ছেলে বায়না করলে, সরকারী চাকুরিজীবি বাবা নিজের ফোনটি দিয়ে দেয়। কিন্তু ছেলে পড়াশুনার নামে রমরমিয়ে পাবজি খেলে যাচ্ছে, তা ঘুণাক্ষরেও টের পায়নি বাবা মা। এমনকি অনলাইনে খেলার প্রয়োজনে বাবা মায়ের জমানো টাকায় হাত দিতেও পিছপা হয়নি ছেলে। খেলার প্রয়োজনে যখন যেমন দরকার, বাবা মায়ের তিনটি অ্যাকাউন্ট থেকে মোট ১৬ লক্ষ টাকা সরিয়েছে ছেলে। এমনকি অনলাইন লেনদেনের সমস্ত ম্যাসেজও ডিলিট করে দেয় সে।
কি হল ছেলের পরিণতি?
ছেলের গুণপনার নজির জানতে পেরে অবাক হয়ে যায় বাবা মা। পুলিশে রিপোর্ট লেখালেও, নিজের ইচ্ছায় টাকা তোলায় পুলিশ এই ব্যাপারে কিছুই করতে নারাজ। হতাশাগ্রস্থ বাবা মা ছেলেকে চরমতম শিক্ষা দেওয়ার জন্য পড়াশুনা ছাড়িয়ে একটি স্কুটার মেরামতের দোকানে কাজে লাগিয়ে দেন। সেইসঙ্গে সাফ জানিয়ে দেন, এই দোকান থেকেই টাকা রোজগার করে তাঁকে ভবিষ্যতে অসুস্থতা এবং ছেলের ভবিষ্যতের জন্য বাবার জমানো অর্থ শোধ করতে হবে।