১ টাকা দিলেই মিলবে জলের কানেকশন, বড়ো সিধান্ত এই রাজ্য সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ জলই মানুষের জীবন। জল ছাড়া প্রাণীকূল অসহায়। উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত (Trivendra Singh Rawat) স্থানীয় মানুষদের জলকষ্ট দেখে এক বড় পদক্ষেপ নিলেন। যা সাধারণ মানুষের জীবনে অনেকটাই আনন্দের সঞ্চার বয়ে আনবে।

জল সংযোগ দেবে সরকার
দেশে এমন অনেক জায়গা আছে, যেখানকার মানুষকে আজ জল কষ্ট ভোগ করতে হয়। তেমনই উত্তরাখণ্ডে পানীয় জলের সমস্যার মধ্যে পড়তে হয়েছে বহু মানুষকেই। প্রথমে স্থির করা হয়েছিল, ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়ি বাড়ি জলের পাইপ লাইন যোগ করা হবে। তবে তাঁর জন্য বাসিন্দাদের ২৩৫০ টাকা করে দিতে হবে। কিন্তু মানুষের সমস্যার কথা শুনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ঠিক করলেন ২৩৫০ টাকা নয়, মাত্র ১ টাকা দিলেই মিলবে জলের লাইন। জল জীবন মিশনের আওতায় জলের এই লাইন দেওয়া হবে।

trivendra

অতি অল্প খরচায় মিলবে জলের লাইন
সম্প্রতি দুইওয়ালা ব্লকের দুধওয়ালির নাঙ্গল বালান্দাওয়ালায় আয়োজিত একটি বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন। সাধারণ মানুষের কতাহ চিন্তা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে করে মানুষেরা খুশিও থাকবেন। এটিই দেশের প্রথম রাজ্য যেখানে মাত্র ১ টাকার বিনিময়ে জলের লাইন দেওয়া হবে।

future water

কত পরিবার পাবে এই সুবিধা?
তিনি আরও জানান, রাজ্যে ওয়াটার লাইফ মিশনের আওতায় ১৫৬৪৭ টি গ্রামে মোট ১৫০৯৭৫৮ পরিবারকে পরিষ্কার পানীয় জল সরবরাহ করা হবে। উত্তরাখণ্ড জল সংস্থা, স্বজল এবং উত্তরাখন্ড পানীয় জল কর্পোরেশন এই কাজ করবে। উত্তরাখণ্ড জল সংস্থা মোট ৩৮০৬ রাজস্ব গ্রামে ৩৬১৬৫৪ পরিবারের বাড়িতে জল সরবরাহ করবে। স্বজল ২০৭৮ জন রাজস্ব গ্রামে ২৩৫৯৯৪ টি পরিবারের বাড়িতে পরিষ্কার পানীয় জল পৌঁছে দেবে। পাশাপাশি পানীয় জলের কর্পোরেশনের সর্বাধিক ৯৭৫৪ রাজস্ব গ্রামের ৯১১৯৫৩ টি পরিবারের কাছে পানীয় জন পৌঁছানোর দায়ভার রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর