করোনার কারনে থমকে থাকা ভারতীয় ফুটবল দলের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল ক্রোয়েশিয়া।

অক্টোবর- নভেম্বর মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার কথা রয়েছে ভারতীয় ফুটবল দলের। কিন্তু করোনার কারনে এই মুহূর্তে পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে সুনীল ছেত্রীদের অনুশীলন। আর সেই কারণে এবার ভারতীয় ফুটবলের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।

দিনের পর দিন ভারতবর্ষে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে জাতীয় কোচ ইগর স্টিমাচের পক্ষে ফুটবলারদের নিয়ে প্রস্তুতি শিবির করা কার্যত অসম্ভব। এমন পরিস্থিতিতে ভারতীয় ফুটবলাররা যাতে নির্বিঘ্নে প্রস্তুতি করতে পারেন সেই কারণে সাহায্যের হাত বাড়িয়ে দিল ক্রোয়েশিয়া। সম্প্রতি ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি দাভর সুকের ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেলকে একটি চিঠি পাঠিয়েছেন।

192606415f9a47c8eadffa16cbe69e9528223c2b172abd382ff9b1450196f4f95ad61a7f4

সেই চিঠিতে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি জানিয়েছেন যে করোনার কারণে এই মুহূর্তে ভারতীয় ফুটবলাররা নিজেদের দেশের মাটিতে প্রস্তুতি করতে পারছেন না কিন্তু তারা যদি চায় তাহলে ক্রোয়েশিয়ায় এসে সমস্ত ধরনের প্রস্তুতি শিবির করতে পারে। তার যথাযথ ব্যবস্থা করে দেবে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন। এমনকি নিজেদের প্রস্তুতি যাচাই করার জন্য প্রস্তুতি ম্যাচেরও ব্যবস্থা করে দেবে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন। আগামী 8 ই অক্টোবর এশিয়ান ফুটবল চ্যাম্পিয়ন কাতারের সাথে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের।

Udayan Biswas

সম্পর্কিত খবর