বাংলাহান্ট ডেস্কঃ গাড়ি কান্ডের পর আবারও ব্যারাকপুরের বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh) উঠে এলেন সংবাদের শিরোনামে। সম্প্রতি হালিশহরে তাঁর এবং তাঁর দেহরক্ষীদের গাড়ির ভাঙচুরের অভিযোগ করেছিলেন তৃণমূলের সদ্যসদের উপর। সেই মামলা ঠাণ্ডা হতে না হতেই, কলকাতা হাইকোর্টে জনস্বার্থে এক নতুন মামলা করলেন অর্জুন সিংহ।
বন্ধ করতে হবে উচ্চস্বরে মাইক বাজানো
রাজ্যে ক্রমাগত বাড়তে থাকা করোনা সংক্রমণের মধ্যে তিনি মনে করিয়ে দিলেন উচ্চস্বরে মাইক বাজানো করোনার গাইড লাইন পরিপন্থী। তাই উচ্চস্বরে মাইক বাজানো বন্ধ করতে হবে। সেই কারণে এবার থেকে আর আজানের সময় জোরে মাইক বাজানো যাবে না, এই বিষয়ে তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন।
অর্জুন সিং-এর অভিযোগ
মুসলিম সম্প্রদায়ের মানুষজন মসজিদে প্রার্থনা করার সময় দিনে পাঁচ বার নামাজ পড়ে। সেই আজানের আওয়াজ তীব্র মাইকের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। এমনকি যা ৫ কিমি দূর থেকেও পরিষ্কার শোনা যায়। এতে শব্দদূষণ তো বটেই, এমনকি কোভিডের গাইড লাইনও মান্য হচ্ছে না। এর ফলে মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, সরকারী অনুমতি ব্যতীত রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত উচ্চস্বরে মাইক বাজানোর নিয়ম নেই। উৎসব ও অনুষ্ঠানে এই নিয়মের ব্যতিক্রম থাকলেও, আজানের সময় এই নিয়ম কখনই মান্য করা হয় না।
দায়ের করেন মামলা
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে গতকাল এই প্রসঙ্গে একটি মামলা দায়ের করেন সাংসদ অর্জুন সিংহ। তবে চলতি সপ্তাহেই এই মামলার শুনানি ঘোষণা করা হতে পারে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…