ফোনে Tiktok pro ডাউনলোড করবার মেসেজ এসেছে! পড়তে পারেন বড় বিপদে

বাংলাহান্ট ডেস্কঃ Tiktok pro নামের কোনো অ্যাপ ডাউনলোড করবার মেসেজ এসেছে আপনার ফোনে? এমন মেসেজ গুলি বড় সড় ফাঁদ, জেনে নিন আসল সত্য

গত ২৯ জুন চীনের (china) অ্যাপে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। তথ্যপ্রযুক্তি আইনের 69 ধারা ব্যবহার করে এই অ্যাপ গুলিতে নিষিদ্ধ করা হয় এবং সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যাতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে বিপদজনক এই চিনা অ্যাপগুলি।

images 2020 07 08T140653.603

লাদাখ সীমান্তে ভারত-চীন উত্তেজনার মাঝে ভারত সরকারের এই সিদ্ধান্ত চীনের কাছে কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। টিকটক বন্ধ হওয়ায় অনেকেই বিনোদন ও সময় কাটানোর মাধ্যম হারিয়েছেন৷ এমনই কোনো প্ল্যাটফর্ম খুঁজছেন অনেকেই। এবার সেই সুযোগ নিয়েই এবার ফাঁদ পাতছে হ্যাকাররা।

সম্প্রতি বেশ কিছু মানুষের মোবাইলে Tiktok pro ডাউনলোড করবার মেসেজ এসেছে। যেগুলি সম্পূর্ণ রূপে ভুয়ো। গুগল এর প্লে স্টোরে এমন কোনো অ্যাপের অস্তিত্ব নেই।

টিকটককে জাতীয় স্বার্থে ব্যান করা হয়েছে। এই অবস্থায় টিকটক প্রো নামের এই অ্যাপ টিকে দেখে আসল মনে হলেও এর মাধ্যমে আপনার সমস্ত তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার সুযোগ রয়েছে। বিশেষজ্ঞ মহল পরামর্শ দিচ্ছেন এই সব অ্যাপ ডাউনলোড না করার। আপনার ব্যক্তিগত ও জাতীয় স্বার্থ বিঘ্নিত হতে পারে। জাতীয় সাইবার সুরক্ষা বিভাগও এমনই পরামর্শ দিচ্ছে।

 

সম্পর্কিত খবর