করোনা আতঙ্ক কাটিয়ে দীর্ঘদিন পর বাইশগজে ফিরলো ক্রিকেট, টসে জিতে ব্যাটিং ইংল্যান্ডের।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। করোনা আতংক কাটিয়ে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মধ্যে দিয়েই ফের দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরার কথা ছিল। সেই কারণে গভীর অগ্রহে অপেক্ষা করছিলেন ক্রিকেট ভক্তরা। কিন্তু সেই অপেক্ষায় জল ঢেলে দিল বৃষ্টি, বৃষ্টির কারণে সঠিক সময় হল না টস। আর তার ফলে অপেক্ষা আরো বাড়ল ক্রিকেটারদের সাথে ক্রিকেট সমর্থকদেরও।

সাউদাম্পটনে ভারতীয় সময় দুপুর তিনটে নাগাদ টস হওয়ার কথা ছিল এবং খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর সাড়ে তিনটের সময়। কিন্তু বৃষ্টির কারণে সেই সময় টস হয়নি এমনকি বৃষ্টির প্রভাব এতটাই ছিল যে ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন হোটেলে ফিরে যান ক্রিকেটাররা। এর ফলে হতাশা নেমে আসে ক্রিকেট সমর্থকদের মধ্যেও। তবে বৃষ্টি থামলে ভারতীয় সময় সাড়ে ছ’টা নাগাদ ফের টস হয় এবং টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।

227433555f68e01af8ce08e3936d204cda78c1a1bdf5d7e8464441a2b5414328ef4b1681c

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। 117 দিন পর আজ ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজ দিয়ে বাইশ গজে ফিরল আন্তর্জাতিক ক্রিকেট।

Udayan Biswas

সম্পর্কিত খবর