বাংলাহান্ট ডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় পন্যের ক্ষেত্রে কোনো রকম কারচুপি বরদাস্ত করা হবে না, কালই জানিয়েছিল মোদি সরকার (modi government) ৷ এবার রেশন ব্যবস্থার ক্ষেত্রেও একই রকম কঠোর হতে চলেছে কেন্দ্রীয় সরকার।
আনলক 2.0 নির্দেশিকা জারি করে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে তিনি 80 কোটির বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান ট্যুইট করে বলেন, দেশের যে কোন নাগরিক দেশের যে কোনও প্রান্ত থেকে এবার রেশন নিতে পারবেন।
এক রাষ্ট্র এক রেশন কার্ডের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। এই যোজনার আয়ত্তায় নাগরিকদের জায়গা পরিবর্তন করলে, রেশন কার্ড সারেন্ডার অথবা নতুন করে বানানোর প্রয়োজন হবে না। দেশের যে কোন ডিলারের কাছ থেকে নাগরিকরা এই সুবিধা নিতে পারবে।
পাশাপাশি, রেশন কার্ড না থাকলেও পাওয়া যাবে রেশন। ‘কারও কাছে রেশন কার্ড না থাকলে তাদের আধার নিতে হবে এবং নিবন্ধন করতে হবে, তার পরে তাদের একটি স্লিপ দেওয়া হবে। সেই স্লিপটি দেখানোর পরে তারা বিনামূল্যে খাদ্য শস্য পাবেন। রাজ্য সরকারের দায়িত্বও এর জন্য নির্ধারণ করা হয়েছে। রাজ্য সরকারের দরিদ্র শ্রমিকদের নিখরচায় রেশন সুবিধা নিশ্চিত করা উচিত বলে এদিন জানিয়েছেন রামবিলাস পাসোয়ান।
আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, যদি কোনও কার্ড হোল্ডার বিনামূল্যে খাদ্য পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়, তাহলে তারা সংশ্লিষ্ট জেলা খাদ্য ও সরবরাহকারী নিয়ন্ত্রক অফিস বা রাজ্য কনজিউমার সহায়তা কেন্দ্রের বিষয়ে অভিযোগ করতে পারে। এর জন্য সরকার, 500-180-2087, 1800-201-5812 এবং 1967 টোল ফ্রি নম্বর জারি করেছে। ভোক্তারা এই সংখ্যাগুলিতে তাদের অভিযোগগুলি নিবন্ধন করতে পারে। অনেক রাজ্য সরকারগুলি হেল্পলাইন সংখ্যাগুলি আলাদাভাবে জারি করেছে।