অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিং ধোনি যে সমস্ত সাফল্য পেয়েছেন সেই সমস্ত সাফল্যের জন্য প্রাপ্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকেই কৃতিত্ব দিচ্ছেন প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর। একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন ভারত ওপেনার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর বলেছেন, ‘জাহির খান মহেন্দ্র সিং ধোনির কাছে আশীর্বাদ স্বরূপ ছিল। জাহির খানের জন্যই ধোনি টেস্ট ক্রিকেটে এত সাফল্য অর্জন করতে পেরেছে।’ সেই সাথে গম্ভীর দাবি করেছেন জাহির খান হল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পেস বোলার।
অধিনায়ক হিসেবে ধোনি প্রথমে 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপ, তারপর 2011 ওয়ানডে বিশ্বকাপ এবং তারপর 2013 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। আর ধোনির এই প্রত্যেকটি বিজয়ী দলের সদস্য ছিলেন গৌতম গম্ভীর। সেই কারণে ধোনির অধিনায়কত্ব খুব সামনে থেকে দেখেছেন গম্ভীর।
ধোনির অধিনায়কত্ব প্রসঙ্গে গম্ভীর বলেছেন, ধোনি হচ্ছেন একজন ভাগ্যবান অধিনায়ক। সৌরভ গাঙ্গুলী ট্রফি জয়ের জন্য যে সমস্ত কষ্ট গুলি করে গিয়েছেন সেই সমস্ত কষ্টের ফল খুব সহজেই পেয়েছেন ধোনি। এই প্রসঙ্গে গম্ভীর উদাহরণ দিয়েছেন 2011 বিশ্বকাপের দলটি সৌরভ গাঙ্গুলির নিজের হাতে তৈরি করা বেশির ভাগ ক্রিকেটার ছিলেন। এছাড়াও সেই দলে ছিল শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শাহবাগ, জাহির খান, হরভজন সিংয়ের মতো বিশ্বমানের বেশ কয়েকজন ক্রিকেটার। এর ফলে ধোনির বিশ্বকাপ জেতা অনেক সহজ হয়ে উঠেছিল।