বিহারে বন্যা! জিটি রোড বদলে গেল জলপ্রপাতে, চরম ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে ভাসছে বিহার। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে বিরাট এলাকা।আর সেই প্লাবনের জেরেই রাস্তা জলপ্রপাতের রূপ নিল, যা এই মুহুর্তে চরম ভাইরাল সামাজিক মাধ্যমে।

PicsArt 07 15 11.59.58

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।

জানা গিয়েছে ভিডিওটি বিহারের কৈমুর জেলার। সেখানে জিটি রোডের ওপর যেভাবে হল বইছে তাকে যে কেউ জলপ্রপাত বলে ভুল করতেই পারে৷ ভিডিওটি গতকাল সোমবার (14 জুলাই) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছিল এবং প্রায় 43,000 টুইটার ব্যবহারকারীরা দেখেছেন।

রবিবার, ছয়টি ব্লকের 39 টি পঞ্চায়েতের প্রায় 178 টি গ্রামে বন্যার জল ঢুকে পড়ে। বন্যার কারনে গ্রামগুলির সড়ক যোগাযোগও ভেঙে গেছে। একই সময়ে, সকালে বড়উলির সালেমপুরে ছড়াকির জল লিক হওয়ার খবর পাওয়া গেছে। এর পরে ডিএম সলমপুরের উদ্দেশ্যে রওনা হন। রাতে জলের স্তর বাড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও বিহারে অন্যান্য অঞ্চলেও বাড়ছে জলস্তর। কয়েকবার বাঁধের অবস্থাও ভাল নয়। বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যেই বন্যার জল ঢুকে ফসলের বিরাট ক্ষতি করেছে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে ভূমিধসের খবরও পাওয়া গিয়েছে।

সম্পর্কিত খবর