হোম কোয়ারেন্টিনে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

এবার করোনা ভাইরাস সরাসরি ঢুকে পড়ল প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বাড়িতে। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাসিশ গাঙ্গুলি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাসিশ গঙ্গুলি। দাদা করোনায় আক্রান্ত সেই কারণে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে সৌরভ গাঙ্গুলী সহ তার পুরো পরিবার এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে।

1767472438fe11d6acf93bcdcc90fd13df5830a4c87cf7586291135a153abae0c7e99cfa8

বুধবার সিএবি সচিব স্নেহাসিশ গাঙ্গুলির করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত স্নেহাসিশকে তারপরই ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। এই মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সিএবি সচিব। পরিবারের সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এই মুহূর্তে বেহালার বাড়িতে পুরো পরিবার নিয়ে হোম কোয়ারেন্টিনে রয়েছেন সৌরভ গাঙ্গুলিও।

Udayan Biswas

সম্পর্কিত খবর