বাংলা হান্ট ডেস্কঃ এক বিশালাকার গ্রহাণু (asteroid) পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই গ্রহাণুর আয়তন দিল্লীর কুতুব মিনারের থেকে প্রায় আড়াই গুণ বড়। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) এই গ্রহাণু নিয়ে অ্যালার্ট জারি করেছে। বলে দিই, কুতুব মিনার ২৪০ ফুট দীর্ঘ আর এই গ্রহাণু ৫৫০ ফুটের বেশি বড়। নাসা এই গ্রহাণুর নাম 2020ND দিয়েছে। নাসা এই গ্রহাণুকে সম্ভাবিত বিপদ শ্রেণীতে রেখেছে।
নাসা অনুযায়ী, ২৪ জুলাই এই গ্রহাণু পৃথিবীর সবথেকে কাছে থাকবে। নাসা হুঁশিয়ারি জারি করে জানিয়ে যে, এই গ্রহাণু পৃথিবী থেকে মাত্র 0.034 এস্ট্রোনোমিকাল ইউনিট দূরে থাকবে। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র জানিয়েছে যে, সম্ভাবিত বিপদজনক গ্রহাণু (PHAs) এর বর্তমানে সেই প্যারামিটারের ভিত্তিতে পরিভাশিত করা হয়েছে, যেটা পৃথিবীর উপর নিকট দৃষ্টিকোনের জন্য গ্রহাণুর ক্ষমতা মাপে।