পরকীয়া করতে গিয়ে গণপিটুনি খেল সিভিক ভলান্টিয়ার, মানা হল না সুপ্রিম কোর্টের রায়

বাংলাহান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্ট (Supreme court) বিগত বছরে পরকীয়া আইন পাশ হয়ে গেলেও, বাংলার (West bengal)) মানুষ এখনও তা মেনে নিতে পারেনি সেই আইন। তারই প্রমাণ দিল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জামুড়িয়ার বাসিন্দারা। পরকীয়ার অভিযোগে ভোর রাত থেকেই শুরু হল তুমুল হইচই। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনা পুলিশ উপস্থিত হয়।

পরকীয়ার অভিযোগ
পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ৯ নম্বর ওয়ার্ডের বোগড়া কলোনি এলাকার বাসিন্দারা কিছুদিন ধরেই এক সিভিক ভলান্টিয়ারের পরকীয়ার প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁদের অভিযোগ, এলাকার এক বাড়ির ভদ্রলোক রোজ রাতে নাইট ডিউটিতে বেরিয়ে গেলে, ওই বাড়ির মহিলার সঙ্গে রাত কাটায় ওই সিভিক ভলান্টিয়ার যুবক। অনেক দিন ধরেই তারা নজরে নজরে রেখে শনিবার ভোরে তাঁকে হাতেনাতে ধরতে পারে।

aasqaqaq

প্রতিবাদ জানায় প্রতিবেশীরা
বেশকিছুদিন ধরেই সন্দেহ হওয়ায় পাহারায় বসেছিল প্রতিবেশীরা। কিন্তু গণ্ডগোলের আঁচ করতে পেরে ওই সিভিক ভলান্টিয়ার গভীর রাতে ওই মহিলার বাড়িতে যেত এবং ভোরে কাক ডাকার আগেই সেখান থেকে বেরিয়ে পড়ত। কিন্তু শনিবার ভোর রাতে আর শেষরক্ষা করতে পারল না। ধরা পরে গেল প্রতিবেশীদের হাতে। ধরা পড়তেই তাঁকে পোস্টে বেঁধে উদম পেটাতে শুরু করে পড়শীরা। ভোরবেলা এই উত্তেজনার মধ্যেই অনেকের মুখেই মাস্ক না থাকায়, এবং সামাজিক দূরত্ব অমান্য হওয়ায় অনেকেই আবার করোনার আশঙ্কা করছেন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছায়
বোগড়া কলোনি এলাকায় যায় জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই মহিলা এবং সিভিক ভলান্টিয়ার যুবককে থানায় নিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে আবার সুপ্রিম কোর্টের পরকীয়া সম্পর্কিত আইন মনে করিয়ে, সেইসঙ্গে গণপিটুনির বিরুদ্ধে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও স্মরণ করিয়ে দিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর