‘কেউ বিশ্বাস না করলেও সত‍্যিটা সত‍্যিই হয়’, নাম না করে কঙ্গনার উদ্দেশে তোপ আলিয়ার?

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর থেকেই ইন্ডাস্ট্রিতে তারকা সন্তান ও বহিরাগতদের নিয়ে ঝামেলা লেগেই রয়েছে। এই ঝামেলার কারনে কার্যত দু ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটিজেনরা। নেপোটিজম নিয়ে তুমুল ট্রোল, সমালোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। করন জোহর, আলিয়া ভাট (alia bhatt) , মহেশ ভাট (mahesh bhatt), সলমন খান সহ ‘মুভি মাফিয়া’দের বিরুদ্ধে বারে বারে সোচ্চার হচ্ছেন নেটিজেনরা। সোশ‍্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কাউকেই মুখ খুলতে দেখা যায়নি।

alia bhatt unveils raazi trailer looks promising as spy wife
তবে মহেশ ভাটকে নিয়ে সোশ‍্যাল মিডিয়ায় হওয়া ট্রোল, সমালোচনা মেয়ে আলিয়া ভাটের বিশেষ পছন্দ হচ্ছে না। তাই এবার নাম না করেই কঙ্গনা রানাওয়াতের (kangana ) উদ্দেশে তোপ দেগেছেন তিনি। আসলে সম্প্রতি একটি সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে মহেশ ভাটের সম্পর্কে বেশ কিছু বিষ্ফোরক মন্তব‍্য করেন কঙ্গনা। তারই পাল্টা দিলেন এবার আলিয়া ভাট।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লেখেন, ‘সত‍্যিটা তো সত‍্যিই হয় কেউ বিশ্বাস করুক বা না করুক। মিথ‍্যেটা মিথ‍্যেই হয় সবাই বিশ্বাস করলেও’। নেটিজেনের একাংশের বক্তব‍্য নাম না করে কঙ্গনারই মন্তব‍্যের জবাব দিয়েছেন মহেশ ভাট কন‍্যা।

Screenshot 2020 07 20 02 33 15 428 com.instagram.android
প্রসঙ্গত, সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “মুম্বই পুলিস আমাকে বয়ান রেকর্ডের জন‍্য ডেকে পাঠিয়েছিল। আমি তাদের জানাই যে আমি এই মুহূর্তে মানালিতে আছি। তাই তাদের তরফে কেউ এসে কি আমার বয়ান রেকর্ড করতে পারেন। কিন্তু এখনও আমি কোনও উত্তর পাইনি।”
কঙ্গনা আরও বলেন, “আমি যদি এমন কোনও কথা বলে থাকি যা প্রমাণ করতে পারব না বা যার জন‍্য সাধারন মানুষের কোনও সমস‍্যা হবে তাহলে আমি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেব। আমি এমনটা বলছি না যে কেউ চেয়েছেন সুশান্তের মৃত‍্যু হোক। কয়েকজন চেয়েছেন তিনি সম্পূর্ণ বরবাদ হয়ে যান।”
পরিচালক মহেশ ভাট, পরিচালক তথা প্রযোজক করন জোহর, ফিল্ম সমালোচক রাজীব মসন্দের মতো ব‍্যক্তিদের কেন এখনও জেরার জন‍্য ডাকা হয়নি এই প্রশ্নও তোলেন কঙ্গনা।

Niranjana Nag

সম্পর্কিত খবর