ভয়াবহ কাণ্ড! করোনা আক্রান্ত ফুটবলারদের নিয়েই শুরু হল ফুটবল লিগ।

খুবই ভয়াবহ কান্ড ঘটতে চলেছে আফ্রিকান ফুটবলে। করোনা আক্রান্ত ফুটবলারদের নিয়েই এবার ফুটবল লিগ শুরু হতে চলেছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন থাকায় বিশ্বজুড়ে ক্রিকেট, ফুটবল সহ যাবতীয় খেলাধুলা বন্ধ ছিল। দীর্ঘদিন পর মাঠে ফিরেছে ফুটবল তার কয়েক মাস পরে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের মধ্য দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট।

দীর্ঘদিন পর আফ্রিকার জাম্বিয়াতেও ফুটবল ফিরেছে। তবে অবাক করা কান্ড ঘটেছে সেখানে। সেখানকার ফুটবল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত ফুটবলারদের নিয়েই সেখানে ফুটবল লিগ শুরু করে দিয়েছে। জাম্বিয়ার সুপার লিগ কর্তৃপক্ষের এমন ছেলে মানুষি সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে বিশ্ব জুড়ে। তবুও কোন কথাতেই কর্ণপাত করছেন না তারা। তারা জানিয়েছেন যে করেই হোক লিগ শেষ করতেই হবে।

67762437a7eafd1e2d5f0c9c2799fe821736719ed56d546150d8d977e9d1428b25a56474

জাম্বিয়া সুপার লিগের শীর্ষে থাকা দল ফরেস্ট রেঞ্জার্সের ফুটবলার, সাপোর্ট স্টাফ সহ মোট 28 জনের করোনা হয়েছে। এই ঘটনার সবটাই জানে জাম্বিয়ার সুপারলিগ কর্তৃপক্ষ। তবুও তারা তাদের চিকিৎসার জন্য আইসোলেশনে না পাঠিয়ে তাদেরকে ফুটবল লিগ খেলতে বলা হয়েছে। আর এই ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর