‘সবথেকে উজ্জ্বল নক্ষত্র’, হিন্দি গানের ভিডিও শেয়ার করে সুশান্তকে শ্রদ্ধাজ্ঞাপন শ্রেয়ার

বা‌ংলাহান্ট ডেস্ক: ১৪ জুন তারিখটা যেন বলিউড তথা গোটা দেশের কাছে একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। দুপুর বেলা খবর পাওয়া যায় আত্মহত‍্যা করেছেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। অনেকেরই প্রথমে বিশ্বাস হয়নি খবরটা। তারপরেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। সুশান্তের মৃত‍্যুর পর বলিউডের বহু কালো দিকের ওপর থেকেই পর্দা সরে যায়।
এখনও অনেকেরই মন ভারাক্রান্ত হয়ে রয়েছে। তবে এরই মাঝে মুখে সাময়িক হাসি ফোটানোর মতো সুখবর, সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ (dil bechara) মুক্তি পেতে চলেছে। তবে থিয়েটারে নয়, অনলাইন প্ল‍্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। গত ৬ জুলাই প্রকাশ‍্যে আসে ছবির ট্রেলার।
এবার একে একে মুক্তি পাচ্ছে দিল বেচারা ছবির গানগুলি। ছবিতে ‘তারে গিন’ গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল (shreya ghoshal) ও মোহিত চৌহান। আগেই মুক্তি পেয়েছে এই গান। এবার সেই গানেরই কিছু ঝলক নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন শ্রেয়া। সঙ্গে ঠোঁট মেলালেন নিজেও।

Shreya Ghoshal 1
সুশান্তকে শ্রদ্ধা জানিয়েই এই ভিডিও পোস্ট করেন গায়িকা। ক‍্যাপশনে লেখেন, ‘তারে গিন সবার মনেই বিশেষ জায়গা করে নিচ্ছে। ধন‍্যবাদ। এটা সুশান্তের জন‍্য, সবথেকে উজ্জ্বল নক্ষত্র, স্বর্গে শোভা পাচ্ছেন।’ সেই সঙ্গে সুরকার এ আর রহমানকেও ধন‍্যবাদ জ্ঞাপন করেন শ্রেয়া।

https://www.instagram.com/p/CCs7jpIgLrf/?igshid=i05zlzm6vha6

ডিজনি প্লাস হটস্টারে আগামী ২৪ জুলাই মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। তাঁর বিপরীতে এই ছবিতে রয়েছেন সঞ্জনা সাংঘি। এছাড়া সইফ আলি খানকেও দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।

ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। দুজন ক‍্যানসার আক্রান্ত মানুষকে নিয়ে এই ছবির গল্প। জন গ্রিনের ‘দ‍্য ফল্ট ইন আওয়ার স্টারস’ উপন‍্যাসের ওপর ভিত্তি করেই তৈরি এই ছবি। উপন‍্যাসের নামেই একটি হলিউড ছবিও হয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর