ঋষভ পন্থের মত প্রতিভা নষ্ট হচ্ছে দেখে সত্যি খারাপ লাগছে, প্রাপ্তন ক্রিকেটার।

দেশের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের মতে ঋষভ পন্থ একজন দারুন প্রতিভা, কিন্তু সেই প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে। কীর্তি আজাদ এক ক্রিকেটীয় ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেন যে উইকেট কিপার এর থেকেও একজন দুর্দান্ত ব্যাটসম্যান ঋষভ পন্থ। ওর মধ্যে দারুন প্রতিভা রয়েছে কিন্তু ওকে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। ওকে সবসময় মনে রাখতে হবে ও টি-টোয়েন্টি খেলছেন না ওয়ানডে ম্যাচ খেলছেন। সেই কারণে প্রত্যেক বলে মারবো এই মনোভাব পরিবর্তন করতে হবে।

কীর্তি আজাদ বলেন ভারতীয় ক্রিকেটের ঋষভ পন্থের মতো একজন প্রতিভা থাকার সত্ত্বেও সেই প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে সেটা দেখা সত্যি বেদনাদায়ক। তাই পন্থকে এখন থেকেই উইকেট এর মধ্যে টিকে থাকার অভ্যাস করতে হবে। উইকেট এর মধ্যে টিকে থাকলেই রান হবে সেটা ওকে বুঝতে হবে।

24878219885261dcfce833447e740f750fb12e326b1c5b9987a797fdddb397ba6ac171ed9

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে ঋষভ পন্থকে। সেই কারণে তাকে বারবার ভারতীয় দলে সুযোগ দেয়া হচ্ছে কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারছেন না ঋষভ পন্থ। বারবার বড় শট খেলতে গিয়ে তিনি নিজের উইকেট ছুড়ে দিয়ে আসছেন। আর সেই কারণে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকেউ।

Udayan Biswas

সম্পর্কিত খবর