চূড়ান্ত হয়ে গেল অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর, জেনে নিন সিরিজ শুরুর দিনক্ষণ।

করোনা আতঙ্ক কাটিয়ে এবার বাইশ গজে ফিরতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর শুরু হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে। ইংল্যান্ডে গিয়ে অস্ট্রেলিয়া দল তিনটি একদিনের এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

জৈব সুরক্ষা পরিবেশ বজায় আছে এই ধরনের স্টেডিয়ামেই ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। চলতি ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ গুলি হচ্ছে সাউদাম্পটন এবং ওল্ড ট্রাফোর্ডে। আর এই দুটি স্টেডিয়ামেই অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচ দুটি হতে চলেছে। এমনকি জানা গিয়েছে পাকিস্তানও এই দুটি স্টেডিয়ামেই খেলবে।

44427047abdd4d34013951cda538bff6f0ceeabf88c2b0a58d4502f143982d81f437a8ee

আসলে ওল্ড ট্রাফোর্ড এবং সাউদাম্পটন এই দুটি স্টেডিয়ামে মাঠের মধ্যে হোটেল রয়েছে। এর ফলে জৈব সুরক্ষা পরিবেশ বজায় রাখতে সুবিধা হয়। আর সেই কারণে এই স্টেডিয়াম দুটিতেই ইংল্যান্ড তাদের যাবতীয় সিরিজ খেলতে চলেছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নির্বাচকরা 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। সেখান থেকেই বিশেষ বিমানে চূড়ান্ত দল উড়ে যাবে ইংল্যান্ডে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ গুলি হতে চলেছে 4, 6 এবং 8 ই সেপ্টেম্বর। অপরদিকে ওয়ানডে ম্যাচ গুলি হতে চলেছে 10, 12 এবং 15 ই সেপ্টেম্বর।


Udayan Biswas

সম্পর্কিত খবর