বড় খবরঃ স্থগিত হল এবছরের ICC T-20 বিশ্বকাপ! তবে IPL আয়োজনের পথ আরও সুগম হল

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে এই বছর অক্টোবর মাসে হতে চলা টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গেলো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বোর্ডের সোমবারের টেলিকনফারেন্সের মাধ্যমে চলা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সাথে সাথে আইপিএল (IPL) এর আয়োজনের পথ সুগম হয়ে গেলো।

ICC-এর তরফ থেকে জারি বয়ানে বলা হয়েছে যে, ICC অস্ট্রেলিয়ায় প্রস্তাবিত পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২০ করোনা মহামারীর কারণে স্থগিত করে দেওয়া হয়েছে। জানিয়ে দিই, টি-২০ বিশ্বকাপের আয়োজন ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া এর আগেই আইসিসিকে জানিয়ে দিয়েছিল যে, বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্টের আয়োজন করা প্রায় অসম্ভব হয়ে যাবে। ১৬ টি আন্তর্জাতিক দলের জন্য কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করা প্রায় অসম্ভব হবে।

এর আগে অস্ট্রেলিয়ার ক্রীড়া মন্ত্রী রিচার্ড কোলবেক বলেছিলেন যে, ওনার দেশ ট-২০ বিশ্বকাপের জন্য টিমের আতিথেয়তা করার চ্যালেঞ্জকে নিতে পারবে, কিন্তু এই টুর্নামেন্টের আয়োজন দর্শক ছাড়া স্টেডিয়ামে খেলানো ভালো হবে। আপানদের জানিয়ে দিই, করোনার ভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় এই বছর বিশ্বকাপের আয়োজন করা মুশকিল হয়ে পড়ছিল। আর বিনা দর্শকে বিশ্বকাপের মতো আয়োজন করার থেকে না করা ভালো। আর এই কারণেই এই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর