বঙ্গ ফুটবলে সুদিন! কলকাতার মাটিতে বসতে চলেছে আইলিগের আসর।

বাংলা ফুটবলের জন্য দারুন খবর। করোনা পরবর্তী সময়ে ফুটবল চালু হওয়ার পর আই লিগের আসর বসতে চলেছে কলকাতায়। দেশের অন্যতম সেরা ফুটবল লিগ কলকাতায় হওয়ার ব্যাপারে মঙ্গলবারই সিলমোহর দিয়ে দিল এআই এফ এফ এর লিগ কমিটি।

আই লিগ কলকাতায় করার ব্যাপারে রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন। সেই কারণে রাজ্য ফুটবল সংস্থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাথে এই ব্যাপারে সমস্ত প্রকার কথাবার্তা বলে অনুমতি আদায়ের জন্য বলা হয়েছিল এআইএফএফ তরফে। রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি পেয়ে গেলেই চলতি মাসের শেষে অথবা আগস্ট এর শুরুতেই কলকাতায় আই লীগ করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে এআইএফএফ।

21823232082cf3ce8496eebd72b95491c3424ff31ff54ad8e1c9bd588a8236ab98874cd63

আইএফএ সচিব বিশ্বজিৎ মুখার্জি ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে এই ব্যাপারে কথা বলেছেন। এই ব্যাপারে সমস্ত প্রকার সাহায্যের আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কল্যাণী স্টেডিয়াম, কিশোর ভারতী স্টেডিয়াম, বারাসাত স্টেডিয়াম এবং ময়দানে 3 ঘেরা স্টেডিয়ামে হতে পারে এবারের আই লিগের সমস্ত ম্যাচ গুলি। আই লিগের মতো এবারের আইএসএলও হতে চলেছে একটা ভেন্যুতে। গোয়ার মাটিতে এবার আইএসএল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর