বাংলাহান্ট ডেস্কঃ যত তাড়াতাড়ি শুরু হবে রাম মন্দিরের কাজ তত তাড়াতাড়ি বিদায় নেবে করোনা। এ কথাই জানালেন মধ্য়প্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার তথা বিজেপি নেতা রামেশ্বর শর্মা (Rameshwar Sharma)। তিনি দাবি করেছেন, একবার রামমন্দির নির্মাণের কাজ শুরু হলে করোনা নাকি পালানোর পথ খুঁজে পাবে না।
রাম মন্দির নির্মাণের কাজ শুরু না হওয়া পর্যন্ত দেশে করোনা পরিস্থিতি এমনই থাকবে। আগামী মাসের শুরুতেই অযোধ্য়ায় রামমন্দির নির্মাণের জন্য় ভূমিপুজো করা হবে বলে খবর। এদিকে, এই সময় ভূমিপুজো হলে তা একেবারেই ঠিক হবে না বলে চাঞ্চল্য ফেলে দিয়েছেন শঙ্করাচার্য স্বরূপান্দ সরস্বতী। আগামী ৫ অগস্ট ভূমিপুজো হলে তা ভালো হবে না, তা শুভ সময় নয় হবে বলে তিনি জানিয়েছেন। সে কারণে এই কাজের একেবারেই বিরোধী তিনি।
আগামী ৫ অগস্ট অযোধ্যায় পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আয়োজন চলছে গোটা মন্দির জুড়ে। ওই দিনই ভূমি পূজনের মাধ্যমে শুরু হবে রামমন্দির শুরুর কাজ। বিজেপি নেতার বলেন, তার পরেই করোনা শেষ হয়ে যাবে। শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতেই করোনার প্রকোপ শেষ হবে ,মানুষ আবার আগের মত বাঁচতে পারবে।
গত বছর নভেম্বরে অযোধ্যা মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালতের বলেছিলেন,—বিতর্কিত অযোধ্যার জমিতে তৈরি হবে রামমন্দির। তবে মুসলিম সম্প্রদায়কেও পৃথক জায়গায় পাঁচ একর জমি দিতে হবে মসজিদ নির্মাণের জন্য। ক’মাসে আগেই শুরু হয়েছে এই মন্দিরের কাজ।
কিন্তু অযোধ্যা মামলার রায়ের পর অযোধ্যাতে কোনও অনুষ্ঠানই হয়নি। কারণ নবরাত্রির শুরুর দিন কারন তখন দেশে তখন লকডাউন শুরু হয়ে যায়। তারপর ২ এপ্রিল রাম নবমীর দিনও কোনও জমায়েত হয়নি অযোধ্যায় বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যান সেখানে।