মেয়েদের IPL নিয়ে বিসিসিআই-এর কেন এত অবহেলা? BCCI-কে ধুয়ে দিলেন এক প্রাক্তন ক্রিকেটার।

করোনা মহামারির কারণে এই বছর আইপিএল আয়োজন নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু কখনোই আশা ছাড়েনি বিসিসিআই। বিসিসিআই সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছিল আইপিএল আয়োজন করার। করোনা ভাইরাসের কারনে আইসিসি টিটোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দেওয়ায় বিসিসিআই কোমড় বেঁধে নেমেছিল আইপিএল আয়োজন করার জন্য। শেষ পর্যন্ত এই বছর আইপিএল অনুষ্ঠিত হচ্ছে, তবে এবার দেশের মাটিতে নয় বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল। বিসিসিআই এর তরফে জানানো হয়েছিল এই বছর যদি আইপিএল অনুষ্ঠিত না হত তাহলে বিরাট অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে হত বিসিসিআইকে। আর সেকারণেই যেনতেন প্রকারে আইপিএল আয়োজন করতে মরিয়া বিসিসিআই।

কিন্তু মহিলা আইপিএল? বিসিসিআই কেন মহিলা আইপিএল নিয়ে কিছুই ভাবনা চিন্তা করছে না। মহিলা আইপিএলের সাথে কি কারোর কোন সম্পর্ক নেই? এই ভাবেই এবার বিসিসিআইকে আক্রমণ করলেন এক প্রাপ্তন ক্রিকেটার। পুরুষদের আইপিএলের মাঝেই এবার মহিলাদের আইপিএলের প্রদর্শনী ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু সেই সব কিছুই হচ্ছে না এবছর।

3861632313366ffe30f6593777652bc8219d6b4f28480c0d725eee0e5354328694c6ca

বিসিসিআই তরফে জানানো হয়েছিল আইপিএল হওয়ার পর বোর্ড মহিলা ক্রিকেটারদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবে, কিন্তু বোর্ডের সেই সব কথা মানতে নারাজ এই প্রাক্তন ক্রিকেটার। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা ক্রিকেটার দাবি করেছেন মহিলাদের ক্রিকেট নিয়ে একদমই ভাবতে চাইছে না বিসিসিআই। কেন মহিলাদের আইপিএল আয়োজন করতে চাইছে না, এই ব্যাপারে কি অন্য কোন বোর্ডের সঙ্গে আলোচনা করেছে বিসিসিআই? নাকি মেয়েদের মেয়েদের ক্রিকেট থেকে বেশি রেভিনিউ আসে না বলে মহিলা ক্রিকেট নিয়ে সেইরকম আগ্রহ নেই বিসিসিআই এর।


Udayan Biswas

সম্পর্কিত খবর