বলিউডের উপর খাপ্পা চিন, চিনা কোম্পানির বিজ্ঞাপন থেকে বাদ আমির-সারা: রিপোর্ট

বাংলাহান্ট ডেস্ক: ইন্দো চিন উত্তেজনার মাঝেই আমির খান (aamir khan) ও সারা আলি খানকে (sara ali khan) ব্র‍্যান্ড অ্যাম্বাসাডরের পদ থেকে সরানোর সিদ্ধান্ত একটি চিনা স্মার্টফোন সংস্থার। ভারতে চালু ৫৯টি চিনা অ্যাপ (chinese app) বন্ধ করে দিয়েছে মোদী সরকার (Modi government)। ভারত-চিন দ্বন্দের আবহে সরকারের এমন একটি পদক্ষেপে খুশি বেশিরভাগ দেশবাসী।
এবার পালটা চাল চালল চিন। আগামী কয়েক মাস ওই চিনা স্মার্টফোন কোম্পানির কোনও বিজ্ঞাপনে ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে দেখা যাবে না আমির খান ও সারা আলি খানকে। সংবাদমাধ‍্যম সূত্রে খবর, আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওই কোম্পানির কোনও বিজ্ঞাপনেই দেখা যাবে না এই দুই ভারতীয় তারকাকে।

1422769 aamir 1496120439 493 640x480 1
জানা গিয়েছে, আগামী আইপিএলের সময় বেশ কয়েকটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে এই কোম্পানি। কোম্পানির ভারতীয় শাখার টুইটার হ‍্যান্ডেল ও ওয়েবসাইট থেকেও বাদ পড়েছে আমির খানের ছবি। জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে আইপিএলের সঙ্গে ওই চিনা সংস্থার টাইটেল স্পনসরশিপের ২০০০ কোটি টাকার চুক্তি রয়েছে। প্রতি সিজনে বিসিসিআইকে ৪৪০ কোটি টাকা দেয় দেয় ওই চিনা কোম্পানি।

SaraAliKhan
প্রসঙ্গত, ভারত চিন উত্তেজনার আবহে দেশজুড়ে শুরু হয়েছে চিনা দ্রব‍্য বর্জনের ধুম। কয়েকজন বলিউড তারকাও এগিয়ে এসেছেন এই উদ‍্যোগে। এর আগে জানা গিয়েছিল কার্তিক আরিয়ান একটি চিনা স্মার্টফোন সংস্থার বিজ্ঞাপন করা থেকে সরে এসেছেন।
সম্প্রতি চিনা (China) পণ‍্য বয়কটের ডাক দিয়ে ভারতীয় (India) কোম্পানিকে গ্রহণ করার ডাক দেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এতে দেশবাসীর অর্থ নিজের দেশের মধ‍্যেই থাকবে। এভাবেই অনুরাগীদের চিনা পণ‍্য বর্জন করার অনুরোধ জানান অভিনেত্রী।
উর্বশী অনুরোধ করেন সকলে মিলে এই ভারতীয় কোম্পানিকে সমর্থন করতে যাতে সমস্ত ভ্রমণ সংক্রান্ত খরচ নিজের দেশের মধ‍্যেই থাকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর