৮০০ কিমি পথ অতিক্রম করে অযোধ্যা যাচ্ছেন এক মুসলিম ব্যক্তি, অংশ নেবেন রামমন্দিরের ভূমি পূজনে

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ৫ ই অগস্ট অনুষ্ঠিত হয়ে চলেছে অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Temple) ভূমি পূজার অনুষ্ঠান। হাতে বাকি মাত্র কদিন। প্রস্তুতি চলছে জোরকদমে। আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi), যোগী আদিত্যনাথ সহ আরও বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি। করোনার আবহে সমস্ত বিধি নিষেধ মেনে স্বল্প আয়োজনেই সারা হবে এই অনুষ্ঠান।

অকাল দীপাবলির সাক্ষী থাকবে গোটা দেশ
ভূমি পূজা উপলক্ষে মোট ১১ টি তীর্থক্ষেত্র থেকে মাটি এবং জল পৌছাচ্ছে অযোধ্যায়। অযোধ্যার প্রতিটি বাড়ি সেজে উঠবে প্রদীপের আলোয়। অকাল দীপাবলির সাক্ষী থাকবে গোটা দেশ। সেইমত প্রস্তুতি তুঙ্গে।

ram mandir ayodhya

পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন
অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজায় অংশ নিতে ছত্তিশগড়ের চাঁদখুরি থেকে ৮০০ কিমি দীর্ঘ পথ ধরে হাঁটতে শুরু করেছেন এক মুসলিম ব্যক্তি মোহাম্মদ ফয়েজ খান (Mohammad Faiz Khan)। মধ্যপ্রদেশের অনুপপুরে পৌঁছে তিনি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘বর্তমানে আমি একজন মুসলিম ব্যক্তি হলেও, আমার পূর্বপুরুষরা হিন্দু ছিলেন। আমি ভগবান রামের একজন বড় ভক্ত। আমার মসজিদ বা মন্দির যেখানেই যাই না কেন, আমরা হিন্দু বংশোদ্ভূত’।

মোহাম্মদ ফয়েজ খান আরও জানিয়েছেন, ‘আমার এই যাত্রা একদমই প্রথম নয়। এর আগেও আমি ১৫০০০ কিমি পথ অতিক্রম করে বিভিন্ন মন্দিরে গিয়ে ভগবান দর্শন করেছি। আর এটা তো মাত্র ৮০০ কিমি। তবে পাকিস্তানে এমন কিছু মানুষ আছেন যারা, জাল পরিচয় পত্র বানিয়ে হিন্দু- মুসলিমদের মধ্যে বিভেদের সৃষ্টি করছে’।


Smita Hari

সম্পর্কিত খবর