বেসরকারিকরন পছন্দ না হলে কর্মীরা বেছে নিতে পারে স্বেচ্ছাবসর,জানাল মোদি সরকার

বাংলাহান্ট ডেস্কঃ ভারত পেট্রোলিয়ামকে ( bharat petroleum) বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল মোদি সরকার (modi government) । এবার নেওয়া হল আরেক বড় সিদ্ধান্ত। সরকারের ভারত পেট্রোলিয়ামের বেসরকারিকরনের সিদ্ধান্ত অপছন্দ হলে কর্মচারীরা স্বেচ্ছায় অবসর নিতে পারেন। এই ক্ষেত্রে বিশেষ সুবিধার কথাও ঘোষনা করার করেছে কেন্দ্র সরকার।

images 2020 07 27T165422.209

পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যেই দেশের তৃতীয় বৃহত্তম রিফাইনারি ও দ্বিতীয় বৃহত্তম পেট্রোলিয়াম সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্মচারীদের উদ্দেশ্যে এই ব্যাপারে নির্দেশ পাঠিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো কর্মচারী ব্যক্তিগত কারনে স্বেচ্ছাবসর নিতে চান তবে তা নিতে পারেন। অর্থাৎ বেসরকারি করন পছন্দ না হলে স্বেচ্ছাবসরের পথ খোলা রয়েছে। রয়েছে বিশেষ প্যাকেজও।

ভারত পেট্রোলিয়াম ভিআরএস প্রকল্প -2020 (বিপিভিআরএস -2020) 23 জুলাই থেকে 13 অগস্ট পর্যন্ত খোলা থাকবে। সংস্থার একজন সিনিয়র অফিসার জানিয়েছেন, যে সব কর্মচারী বেসরকারী সংস্থার অধীনে কাজ করতে চান না তাদের জন্যই এই বিকল্প আনা হয়েছে। সূত্রের খবর ভারত পেট্রোলিয়ামের ৫ থেকে ১০ শতাংশ কর্মী স্বেচ্ছাবসর নিতে পারে।

প্রসঙ্গত, রেলেরও বিভিন্ন অংশের বেসরকারিকরনের পথে হাঁটছে দেশ। ১০৯টি বেসরকারি রুটে রেল পরিষেবায় বেসরকারি বিনিয়োগ হবে। রেলস্টেশনেও বেসরকারি বিনিয়োগের কথা জানিয়েছেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী পীযূষ গোয়েল MCCI এর আয়োজিত ওয়েবিনারের ভাষণে বলেন, “রেল স্টেশনগুলির আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে । আধুনিকীকরণ হয়ে গেলে তারপর বেসরকারি সংস্থার হাতে দেওয়ার জন্য ধাপে ধাপে সেই স্টেশনগুলিকে নিলাম করা হবে। ” যদিও রেল কর্মচারীদের স্বেচ্ছাবসর সংক্রান্ত এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না।

সম্পর্কিত খবর