ভাগ্যের কি পরিহাস! শচীন তেন্ডুলকরকে তিনবার আউট করা বোলার এখন এসি মেকানিক।

বাংলাহান্ট ডেস্ক: আমরা সকলেই ছোট থেকে শুনে আসছি যে পরিশ্রমই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। তবে কখনও কখনও হয়তো এই কথাটি সত্য হয় না। শুধু পরিশ্রম করলেই সব সময় সফলতা অর্জন করা যায় না, সেই সাথে দরকার হয় ভাগ্যের। ভাগ্য এবং পরিশ্রমের সংমিশ্রণে কোন ব্যক্তি সফল হন। তবে কখনো কখনো মেধা যুক্ত পরিশ্রমের ফলেও মানুষ সফলতা অর্জন করে। আমাদের দৈনন্দিন জীবন হোক বা কর্মক্ষেত্র সব জায়গাতেই এই একই শর্ত প্রযোজ্য।

জীবন হোক বা ক্রিকেট যেকোনো জায়গায় পরিশ্রমের সঙ্গে দরকার হয় ভাগ্যের। যদি ভাগ্য সহায় না হয় তাহলে অনেক সময় কঠোর পরিশ্রম করেও সফলতা অর্জন করা যায় না। আর এমন ঘটনা ঘটলো জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটারের সাথে। ক্রিকেট মাঠে তার পরিশ্রমের কোন অভাব ছিল না, মাঠে পরিশ্রমের কোনো ত্রুটি রাখেন নি এই ক্রিকেটার কিন্তু শুধুমাত্র ভাগ্যের জন্য উনার যতটুকু সাফল্য পাওয়ার কথা ছিল সেই উপযুক্ত সাফল্য তিনি পাননি।

148820459256853e705e6dca20420304a6e18985820ecb79e272a1dea1e7922b8b72d368b

জিম্বাবুয়ের প্রাক্তন বোলার রে প্রাইস যিনি একসময় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে তিন-তিনবার আউট করেছিলেন, এছাড়াও টেস্ট ক্রিকেটে যিনি 100 উইকেট এর মালিক, ওয়ানডেতে 80 এবং টিটোয়েন্টিতে 13 উইকেট নিয়েছেন। সেই জনপ্রিয় বোলারকে এখন এসি মেকানিকের কাজ করে জীবনযাপন করতে হচ্ছে। জানা গিয়েছে ক্রিকেট ছাড়ার পর তিনি আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল হয়ে পড়েন। সেই কারনে জীবন যাপনের জন্য তিনি এই পেশাকে বেছে নিয়েছেন। বর্তমানে তিনি খুবই সাধারণ জীবন যাপন করেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর