টিকটকে নাচের ভিডিও পোস্ট করার জন্য বিরাট অঙ্কের জরিমানা মিশরীয় সুন্দরীর, কি ছিল সেই ভিডিওতে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নাচের ভিডিও (dance video) পোস্ট করার জন্য জরিমানা? হ্যাঁ ঠিক এমনটাই হয়েছে ইজিপ্টে (Egypt) । সেখানকার আদালত পাঁচ যুবতীকে দুই বছরের জেল ও বিপুল অঙ্কের জরিমানা করেছে। তবে সেই নাচগুলির কোনোটাই অশ্লীল ছিল না তবে ঠিক কি অভিযোগ তাদের বিরুদ্ধে?

মিশরের মত দেশে ব্যক্তি স্বাধীনতা খুবই কম। আপনি চাইলেই আপনার সমস্ত বক্তব্য বা ক্রিয়েটিভ কাজকর্ম সামাজিক মাধ্যমে পোস্ট করতে পারেন না। মিশরের ঐ আদালত তিন লাখ পাউন্ড ( ভারতীয় মুদ্রায় ১৪ লাখ টাকা) জরিমানা ধার্য করেছে সামাজিক মাধ্যম টিকটকে নাচের ভিডিও পোস্ট করবার জন্য।

https://www.instagram.com/p/B-3FEpFDic0/?igshid=e7erztec13yw

আদালত জানিয়েছে, তাদের এই ভিডিওগুলি সামাজিক পরিবেশ নষ্ট করবার কারনে তাদের শাস্তি ও জরিমানার মুখে পড়তে হয়েছে। সে দেশের একজন সরকারী আইনজীবী এই বিষয়ে বলেছিলেন, পারিবারিক মূল্যবোধ ও নীতিমালা লঙ্ঘন, সংবেদন জাগানো ও মানব পাচার প্রচারের মত বিষয়ের কারনে তাদের জরিমানা করেছে সরকার।

https://www.instagram.com/p/B8wJoHhJShN/?igshid=rbi9y4zkt4b0

হানিম এবং মওয়দা গাড়ির ভিতরে মেকআপ পোজ দেওয়ার জন্য, রান্নাঘরে নাচের মত বিভিন্ন ভিডিও করার জন্য খুবই জনপ্রিয়। ভুয়ো সংবাদ ছড়িয়ে দেওয়ার জন্য তার জেলও হতে পারে বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে রয়েছে সরকারকে আক্রমণের মত মারাত্মক অভিযোগও। যা সে দেশে মেনে নেওয়া হয় না।

https://www.instagram.com/p/B7QkwVIJ7ae/?igshid=1us0czu3794x9

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়। অনেকেই বলছেন অপেক্ষাকৃত মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ার কারনেই তাদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে সরকার। হিউম্যান রাইটস এর আইনজীবী তারেক আল-আওয়াদি বলেছেন, “এই গ্রেপ্তার জানান দিচ্ছে কীভাবে একটি রক্ষণশীল সমাজ আধুনিক যোগাযোগ প্রযুক্তিতে মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়।”

https://www.instagram.com/p/B6gzfqypK77/?igshid=eed8fbv242fp

 

X