বড় ঘোষণা : বদলে গেল ভারতের শিক্ষা ব্যবস্থা, আর থাকবে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা

বাংলাহান্ট ডেস্কঃ কথা রাখলেন মোদি (narendra modi)। বিজেপির (bjp) নির্বাচনী ইস্তেহারে যেমনটা বলা হয়েছিল তেমনই আমূল বদলে দেওয়া হল দেশের শিক্ষা ব্যাবস্থা। পাশাপাশি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নের নাম বদলে হয়ে গেল শিক্ষা মন্ত্রক।

exam 1

দশম ও দ্বাদশের বোর্ডের পরীক্ষা হবে না আর। ১০+২ এর পরিবর্তে এবার আসছে ৫+৩+৩+৪ পদ্ধতি।প্রাক প্রাথমিককেও আনা হচ্ছে স্কুলের আওতায়। দ্বিতীয় শ্রেনী পর্যন্ত শিক্ষাকে বলা হবে ফাউন্ডেশন কোর্স।

নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একটি স্টেজ (সেকেন্ডারি স্টেজ) হিসাবে ঘোষিত হওয়ার ফলে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা আর নেওয়া হবে না৷ এই ৪ বছরে ৪০টি বিষয়ে পরীক্ষা দিতে হবে সেমেস্টার সিস্টেমে। বোর্ড ও স্কুল উভয়েই পরীক্ষা নেবে।

পড়ুয়ারা বেছে নিতে পারবে পছন্দের বিষয়। তবে এক্ষেত্রে উচ্চ শিক্ষার সুবিধার কথা মাথায় রাখতে হবে।

গবেষণার ক্ষেত্রে কোর্সের সময়সীমা ৪ বছরের। এমফিল করতে হবে না। আন্ডার গ্রাজুয়েট বা স্নাতক স্তরে প্রতি বছরেই মিলবে সার্টিফিকেট। ২ বছর সম্পূর্ণ হলেভ দেওয়া হবে ডিপ্লোমা। ৩ ও ৪ বছরের পর দেওয়া হবে গ্রাজুয়েট সার্টিফিকেট।

 


সম্পর্কিত খবর