বাংলাহান্ট ডেস্ক , আবহাওয়া : জুলাই মাসে সারা দেশে রেকর্ড বৃষ্টি হলেও শহর কলকাতা তথা দক্ষিণের জেলাগুলিতে তেমন বৃষ্টি হয় নি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা বাসীর সেই খেদ মিটতে চলেছে অগস্টেই। পাশাপাশি উত্তরের আবহাওয়াও খারাপ থাকতে চলেছে এমনটাই খবর হাওয়া অফিস এর তরফে।
আগস্টের প্রথম সপ্তাহে প্রবল বর্ষণের মুখোমুখি হবে দক্ষিণবঙ্গ। আগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসন্ন। আর এই নিম্নচাপের প্রভাব পড়বে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। যার ফলে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেইসঙ্গে নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন এলাকার বাঁধ খুলে দেওয়া যেতে পারে।
উত্তরবঙ্গে জারী রয়েছে ভারী বৃষ্টিপাত। মৌসুমি বায়ু হিমালয়ের পাদদেশে অবস্থানের ফলে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং-এলাকা সম্মুখীন হবে ঘোর বর্ষার। লাগাতার বৃষ্টির ফলে পাহাড়ী এলাকায় ধস এবং সেইসঙ্গে নদীর জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরে আকাশ মেঘলা ছিল। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বেশ কয়েকবার দফায় দফায় বৃষ্টি হয়েছে। তবে তাপমাত্রার তেমন কোনো পার্থক্য ঘটেনি। কমেনি আর্দ্রতা জনিত অস্বস্তিও। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামীকাল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি করে বাড়তে পারে।
প্রসঙ্গত, মোদি সরকারের (modi government) বিজ্ঞান মন্ত্রী হর্ষ বর্ধন সোমবার একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে যা আবহাওয়া এবং অন্যান্য সতর্কতা দেবে আপনাকে।’মৌসাম’ মোবাইল অ্যাপটি আন্তর্জাতিক ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর সেমি-এরিড ট্রপিকস (আইসিআরআইএসএটি), ইন্ডিয়ান ট্রপিকাল মেট্রোলজি ইনস্টিটিউট (আইআইটিএম), পুনে এবং ইন্ডিয়া মেটিরিওলজিকাল বিভাগ (আইএমডি) একসাথে মিলে ডিজাইন ও তৈরি করেছে।
‘মৌসাম’ গুগলের প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর উভয়তেই পাওয়া যাবে। দেশের 200 টি শহরের তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি সহ সমস্ত রকম আবহাওয়ার আপডেট সরবরাহ করবে। প্রতিদিন দিন আট বার করে আবহাওয়ার আপডেট দেবে অ্যাপটি।